AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘বিহার থেকে ইটালি যাত্রা করলেও দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবই’, রাহুলকে নিশানা শাহর

Amit Shah slams Rahul Gandhi: এদিন ভোট প্রচারে বিহারে যান অমিত শাহ। আগামী ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। দ্বিতীয় দফার ভোটের আগে এদিন শেষ প্রচারে রাহুলকে সরাসর নিশানা করেন শাহ। সিপিআই(এমএল) লিবারেশনকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: 'বিহার থেকে ইটালি যাত্রা করলেও দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবই', রাহুলকে নিশানা শাহর
অমিত শাহImage Credit: PTI
| Updated on: Nov 09, 2025 | 9:51 PM
Share

আরওয়াল: ভোট চুরির অভিযোগ তুলে লাগাতার বিজেপিকে নিশানা করে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন। এই নিয়ে এবার রাহুলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিহারের আরওয়ালে একটি জনসভা থেকে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াতেই রাগ হয়েছে রাহুলের। এরপরই লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করে শাহ বলেন, “বিহার থেকে ইটালি পর্যন্ত যাত্রা করলেও আমরা দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না।”

এদিন ভোট প্রচারে বিহারে যান অমিত শাহ। আগামী ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। দ্বিতীয় দফার ভোটের আগে এদিন শেষ প্রচারে রাহুলকে সরাসর নিশানা করেন শাহ। বলেন, “রাহুল গান্ধী ভোট চুরির কথা বলছেন, কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে।” শাহ প্রশ্ন তোলেন, যদি রাহুল মনে করেন যে ভোট চুরি হয়েছে, তাহলে তিনি কেন জাতীয় নির্বাচনে কমিশনে অভিযোগ জানাচ্ছেন না? এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি বিহার থেকে ইটালি পর্যন্ত যাত্রা করতে পারেন, কিন্তু আমরা এই দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না।” শাহ স্পষ্ট করে দেন, অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই। এদিন সিপিআই(এমএল) লিবারেশনকেও আক্রমণ করেন শাহ। নির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশনকে যাতে ন্যূনতম সুযোগ না দেওয়া হয়, সেই আবেদন রাখেন।

প্রসঙ্গত, বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় নির্বাচন হচ্ছে। প্রথম দফায় ৬ নভেম্বর ভোটগ্রহণ হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ ক্ষমতা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।