AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election First Phase Voting Live: সংঘাত-অশান্তি নিয়েই মিটল বিহারের প্রথম দফা, মোট ভোট পড়েছে ৬৪ শতাংশ

| Updated on: Nov 07, 2025 | 6:03 AM
Share

Bihar Assembly Election 2025 Voting First Phase Updates: ১৮টি জেলায় মোট ১২১টি আসনে ভোট গ্রহণ হবে। ৩.৭৫ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ১৩১৪ জন প্রার্থীর। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

Bihar Election First Phase Voting Live: সংঘাত-অশান্তি নিয়েই মিটল বিহারের প্রথম দফা, মোট ভোট পড়েছে ৬৪ শতাংশ
বিহারে শুরু ভোট গ্রহণ।Image Credit: TV9 বাংলা

বিহারে বেজে গেল ভোটের দামামা। আজ, ৬ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ১৮টি জেলায় মোট ১২১টি আসনে ভোট গ্রহণ হবে। ৩.৭৫ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ১৩১৪ জন প্রার্থীর। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। প্রথম দফায় পটনা, দ্বারভাঙ্গা, সাহারসা, মধেপুরা, সারণ, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, লখিসরাই, মুঙ্গের, বক্সার সহ একাধিক জেলায় ভোট রয়েছে।

আজ ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দুই পুত্র তেজ প্রতাপ যাদব ও তেজস্বী যাদবের। মহুয়া ও রাঘপুর থেকে লড়ছেন দুই ভাই। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীরও। এছাড়া সদ্য বিজেপিতে যোগ দেওয়া গায়িকা মৈথিলী ঠাকুর, গায়ক-অভিনেতা খেসরিলাল যাদবেরও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Nov 2025 05:15 PM (IST)

    পটনায় ভোটের হার সবচেয়ে কম

    বিকাল ৫টা পর্যন্ত পড়া মোট ভোটের হার এখনও জানায়নি কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সিইও দফতর প্রদত্ত সর্বশেষ আপডেট অনুযায়ী, দুপুর ৩টে অবধি ভোট পড়়েছে মোট ৫৩.৭৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে  বেগুসারাইয়ে, মোট ৫৯.৮২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পটনায় ৪৮.৬৯ শতাংশ।

  • 06 Nov 2025 04:18 PM (IST)

    ‘বিহারে আসবে NDA-সরকারই’

    ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই বলেন, “আজ বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। এনডিএ-র পক্ষে পরিবেশ অত্যন্ত ভাল। বিহারের মানুষ কংগ্রেস ও আরজেডি—দু’টি দলের সরকারই দেখেছেন। এখন বিশ্বাস এনডিএ-র প্রতি। এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে এবং আমাদের সরকারই বিহারে আসছে।”

  • 06 Nov 2025 04:15 PM (IST)

    বিহারে যোগী

    ভোট চলাকালীনই বিহারে পশ্চিম চম্পারণে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে দেখেই ভিড়ের মাঝে ওঠে ‘যোগী যোগী’ ধ্বনি!

  • 06 Nov 2025 04:12 PM (IST)

    বুথে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার অভিযোগ

    আরজেডির ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

  • 06 Nov 2025 02:24 PM (IST)

    বিহারে উপমুখ্যমন্ত্রীর উপরে হামলা

    বিহারে প্রথম দফা নির্বাচনেই অশান্তি। বিহারে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার গাড়িতে হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। আরজেডির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ।

  • 06 Nov 2025 01:13 PM (IST)

    ভোট দিলেন চিরাগ পাসোয়ান

    বিহারে প্রথম দফার নির্বাচনে খাগারিয়ায় ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান।

  • 06 Nov 2025 12:16 PM (IST)

    ভোট দিলেন কানাইয়া কুমার

    বিহার নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস নেতা কানাইয়া কুমার।

  • 06 Nov 2025 12:05 PM (IST)

    ২৭ শতাংশ ভোট পড়ল

    সকাল ১১টা পর্যন্ত বিহারে প্রথম দফায় ভোট পড়ল ২৭.৬৫ শতাংশ।

  • 06 Nov 2025 11:56 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৩ শতাংশ

    সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিহারে। প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৩.১৩ শতাংশ।

  • 06 Nov 2025 10:18 AM (IST)

    ভোট দিলেন নীতীশ কুমার

    বিহারের প্রথম দফার নির্বাচনেই ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

  • 06 Nov 2025 10:17 AM (IST)

    ভোট দিলেন অভিনেতা পবন সিং

    ভোট দিলেন ভোজপুরী অভিনেতা-গায়ক তথা বিজেপি নেতা পবন সিং। তিনি বলেন, “আমি উন্নয়নের জন্য ভোট দিয়েছি। বিহারের মানুষদেরও অনুরোধ করছি বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিন।”

  • 06 Nov 2025 08:41 AM (IST)

    ভোট দিলেন রাবড়ি দেবী

    সকাল সকাল ভোট দিলেন রাবড়ি দেবী। তিনি দুই ছেলের জন্যই শুভেচ্ছা জানান। তিনি বলেন, “তেজ প্রতাপ একা লড়ছে। আমি ওদের মা। দুইজনকেই শুভেচ্ছা জানাই।”

  • 06 Nov 2025 08:38 AM (IST)

    পরিবর্তনের ডাক তেজস্বীর

    আরজেডি নেতা তেজস্বী যাদবের ভাগ্য পরীক্ষা আজ। বিহারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তিনি। এ দিন সকালেই তেজস্বী ভোট দেন। জনগণের কাছে তিনি আর্জি জানিয়ে বলেন, “পরিবর্তন আনুন, নয়া বিহার বানান, নতুন সরকার গঠন করুন।”

  • 06 Nov 2025 08:00 AM (IST)

    বুথে লম্বা লাইন

    সকাল থেকেই ভাল প্রতিক্রিয়া। বিহারে ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের ভিড়। বৈশালীর একটি বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেল।

  • 06 Nov 2025 07:55 AM (IST)

    কোলে চড়ে এলেন ভোট দিতে

    বিহার ভোটের প্রথম দফার শুরুতেই অনন্য ছবি। বৈশালীর একটি বুথে এক বৃদ্ধা ভোট দিতে এলেন কোলে করে।

  • 06 Nov 2025 07:45 AM (IST)

    ভোট দিতে এলেন বিজেপি মন্ত্রী নিতিন নবীন

    বিহারে ভোট পর্ব শুরু হতেই সকালে ভোট দিতে চলে এলেন রাজ্যের মন্ত্রী তথা বঙ্কিপুরের বিজেপি প্রার্থী নিতিন নবীন।

  • 06 Nov 2025 07:33 AM (IST)

    আক্রান্ত এনডিএ প্রার্থী

    বিহারে ভোট শুরুর আগেই আক্রান্ত এনডিএ প্রার্থী জ্যোতি মাঝি। ভোট প্রচার থেকে ফেরার সময় তাঁর কনভয়ে হামলা করা হয়। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আহত জ্যোতি হাসপাতালে চিকিৎসাধীন। তবে নির্বাচনের ময়দান ছাড়বেন না বলেই জানিয়েছেন।

  • 06 Nov 2025 07:31 AM (IST)

    বিহারে শুরু ভোট গ্রহণ

    বিহার নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ আজ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

  • 04 Nov 2025 05:22 PM (IST)

    ‘আমি ৩ বারের মুখ্যমন্ত্রী, আমার বার্থ সার্টিফিকেট চাইছে?’

    মমতা: আমাদের সময়ে হোম ডেলিভারি হত, কিন্তু আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি, আমাদের একটা ডেট অথ বার্থ দেওয়া হয়েছিল। আমি ৭ বার সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ৩ বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমার ডেট অফ বার্থ নিয়ে কৈফিয়ত দিতে হবে? আমাদের ভদ্রতা আমাদের দুর্বলতা নয়।

    আমরা কেন আপত্তি করছি? কেন এতদিন পপুলেশন সেনসাস করলে না। ওড়িশার একজনকে করে দিয়েছে, বাংলার পপুলেশন সেনসাসের হোতা! আমাদের কাছে হিসাব আছে, লক্ষ্মীর ভান্ডার কত পায়!

Published On - Nov 06,2025 7:30 AM