Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তামিলনাড়ুর ১৩টি জেলায় রেড অ্যালার্ট

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 06, 2022 | 8:27 PM

ঘূর্ণিঝড় মোকাবিলায় নামানো হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তামিলনাড়ুর ১৩টি জেলায় রেড অ্যালার্ট
তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ফাইল চিত্র।

Follow Us

চেন্নাই: ডিসেম্বরেও ভারী বৃষ্টির চোখরাঙানি! বুধবার থেকেই তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। ১৩টি জেলায় রেড অ্যালার্টও জারি করেছে মৌসম ভবন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কন্ট্রোল রুমও খুলছে তামিলনাড়ু প্রশাসন।

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমের দিকে সরতে শুরু করেছে। তার জেরেই বুধ, বৃহস্পতি ও শুক্রবার তামিলনাড়ুর ১৩টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করেছে মৌসম ভবন। চেন্নাই সহ ১৩টি জেলায় ইতিমধ্যে রেড সতর্কতা জারি করা হয়েছে।

তামিলনাড়ুর যে ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, বিল্লুপুরম, চেঙ্গালপাট্টু, কুড্ডালোর, কাঞ্চিপুরম, থিরুভাল্লুরস আরিয়ালুর, পেরাম্বালুর, চেন্নাই, কালাকুরিচিস মাইয়ালাদুথুরাই, থাঞ্জাভুর, থিরুভারুর এবং নাগাপট্টিনাম। মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবার সন্ধ্যায় ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্ত পরিণত হবে এবং ধীরে ধীরে সেটি গভীর সাইক্লোনে পরিণত হয়ে শুক্রবার সকালে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় নামানো হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ইতিমধ্যে NDRF-এর ৬টি দল থাঞ্জাভুর, থিরুভারুর, কুদ্দালোর, মাইসাদুথুরাই এবং চেন্নাইয়ে পৌঁছেছে। সমগ্র পরিস্থিতির উপর নজরদারির জন্য তামিলনাড়ু প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। বুধবার থেকে ২৪ ঘণ্টার জন্য এটি খোলা থাকবে বলে
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে।

Next Article