নয়া দিল্লি: উৎসবের মরশুমেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্দামান উপকূলে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যার জেরে শনিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপ, গোয়া, মহারাষ্ট্র সহ কোঙ্কন উপকূলের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবারই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে ভারী বৃষ্টিপাত, এমনকি ঘূর্ণিঝড়ের মুখেও পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলি। আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উত্তর ভাগে পৌঁছবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে।
আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শনিবার থেকেই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, মাহে, পুদুচেরী, তামিলনাড়ুতেও।
শনিবার থেকেই কেরলের বিচ্ছিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলাপ্পুজ়া ও পাঠানামথিত্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরেই এই ভারী বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং মৎসজীবীদেরও আপাতত কয়েকদিন গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।