জ্বালানির দাম বাড়ায় গরুর গাড়িতে চড়ে বিয়ে, নজর কাড়লেন বর

arunava roy |

Jun 21, 2021 | 8:36 PM

বরের নাম ছোটে লাল পাল (Chhote Lal Pal)। গরুর গাড়িটিকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটা গরুর গাড়িতে চলেছেন বরযাত্রীরা।

জ্বালানির দাম বাড়ায় গরুর গাড়িতে চড়ে বিয়ে, নজর কাড়লেন বর
গরুর গাড়িতে চড়ে বিয়ে

Follow Us

দেওরিয়া: পুরনো প্রথাকেই ফিরিয়ে আনলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তি। গরুর গাড়ি চড়ে বর সেজে বিয়ে করতে গেলেন। আগেকার দিনে গরুর গাড়ি চড়ে বিয়ে করতে যাওয়ার রেওয়াজ ছিল। তবে বহু দিন বাদে তা ফিরে এল অভিনব ভাবে। ৩৫ কিলোমিটার দূরে কনের বাড়িতে গরুর গাড়ি (Bullock cart) চড়েই গেলেন বর।

বরের নাম ছোটেলাল পাল। গরুর গাড়িটিকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটা গরুর গাড়িতে চলেছেন বরযাত্রীরা। এমনই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল কুশারি গ্রামের পাকরি বাজার এলাকা। কনের বাড়ি দেওরিয়ায়। বিয়ে করতে যাওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। অনেকে তা দেখে রীতিমতো অবাক।

আজকাল চার চাকার গাড়ি ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যান বর। এখন আবার ডেস্টিনেশন ওয়েডিংয়ে মাতেন অনেকে। সেক্ষেত্রে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান কেউ কেউ। তবে গরুর গাড়িতে চড়ে বিয়ের করতে যাওয়ার নজির নেই সাম্প্রতিক অতীতে। ছোটেলাল পাল জানিয়েছে, গরুর গাড়ি চড়লে পরিবেশ দূষণ হয় না। সে কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কিছুদিন ধরেই সারা দেশে পেট্রল ডিজেলের দাম বেড়েছে। প্রায় প্রতিদিনই দাম বাড়ার কারণে নাজেহাল আমজনতা। একদিকে লকডাউনে রুজিরুটিতে টান অন্য দিকে বেড়েছে চলেছে জ্বালানির দাম। এই নিয়ে জাতীয় স্তরে বিভিন্ন বিরোধী দল প্রতিবাদে নামলেও কাজ হয়নি। গতকালও দাম বেড়েছে পেট্রল ডিজেলের। এমন সময় দাঁড়িয়ে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়াও যেন এক মৌন প্রতিবাদ।

আরও পড়ুন: অমরনাথ যাত্রা বাতিল, দেওয়া যাবে অনলাইন আরতি

Next Article