মুম্বই: মারাঠাদের গৌরবের বিষয় কিংবা হিন্দুত্বের ক্ষেত্রে আমরা সার্টিফিকেট পাওয়া গুণ্ডা। গত কালের সংঘর্ষ নিয়ে এমনটাই মন্তব্য করলেন শিব সেনা নেতা সঞ্জয় রাউত। বুধবার মুম্বইয়ের দাদরে শিব সেনার সদর দফতরে ঝামেলা হয়। আর তাতে শিব সেনার দিকে আঙুল তোলে বিজেপি। সেই প্রসঙ্গেই আজ, এমন দাবি করেন সঞ্জয় রাউত। তিনি মনে করিয়ে দেন দলীয় কার্যালয়ে রাজ্য আর রাজ্যবাসীর একটা প্রতীক।
সেনা ভবনের বাইরে গত কাল বিজেপি ও শিব সেনার মধ্যে সংঘর্ষ বাধে। শিব সেনার মুখপত্রে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা লেখা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অযোধ্যার জমি বিতর্ক প্রসঙ্গেই মন্তব্য করা হয়েছিল মুখপত্রে। এরপর সেনার নেতারা খবর পান, বিজেপি কর্মীরা তাঁদের অফিসের দিকে আসছে। দলীয় অফিসে ভাঙচুর চালানোর আগামখবর আসে তাঁদের কাছে।
মাঝপথেই তাদের থামাতে যায় শিব সেনা। সঞ্জয় রাউত বলেন, ‘বালাসাহেব ঠাকরে বসতেন এই পার্টি অফিসে তাই সেই অফিসে আক্রমণ আমরা রুখবই। তাতে গুণ্ডা বলা হলে হোক। শিব সেনার দাবি, মু্খপত্রে কোথাও বিজেপির নাম নেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল রাম মন্দির নিয়ে যে অভিযোগ উঠছে, তা মিথ্যা হলে ব্যবস্থা নেওয়া উচিৎ।
আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের চিঠি নিয়ে বিধানসভায় গিয়ে বিফল মনোরথ শুভেন্দু
অযোধ্যায় রাম মন্দিরের জন্য জমি নিয়ে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। দাবি উঠেছে সিবিআই তদন্তের। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট।
আপ ও সমাজবাদী পার্টি দাবি করে হয়, ২৪৩, ২৪৪ ও ২৪৬ নম্বর দিয়ে রেজিস্টার হওয়া জমির দাম ছিল ৫.৮৬ কোটি টাকা। বলা হয় কুসুম পাঠক ও হরিশ পাঠকের থেকে সুলতান আনসারি ও রবি মোহন তিওয়ারি ২ কোটি টাকা দিয়ে জমিটি কিনেছিলেন। যখন কেনা হয়েছিল, তখন সাক্ষ্য হিসেবে হাজির ছিলেন অনিল মিশ্র ও ঋষিকেশ উপাধ্যায়। অনিল মিশ্র রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য। আর ঋষিকেশ উপাধ্যায় অযোধ্যার মেয়র। জমিটি কেনা হয়েছিল সন্ধে ৭ টা ১০ মিনিটে। আর যার কয়েক মিনিটের মধ্যে আনসারি ও তিওয়ারির থেকে ১৮.৮ কোটি টাকায় জমিটি কেনে রাম জন্মভূমি ট্রাস্ট। যে জন্য ১৭ কোটি টাকা আরটিজিএস করা হয়।