Mamata Banerjee: এদের কাছে চিরঋণী থেকে যাবেন মমতা, নিজেই বললেন নাম

INDIA Bloc: মতাকে জোটের নেত্রী মানতে আপত্তি কংগ্রেসের। সম্প্রতিই কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর প্রশ্ন তুলেছিলেন যে বাংলার বাইরে তৃণমূলের কী সাফল্য রয়েছে? গোয়া, ত্রিপুরা, মেঘালয়, অসমে হারের উদাহরণ দেন তিনি।

Mamata Banerjee: এদের কাছে চিরঋণী থেকে যাবেন মমতা, নিজেই বললেন নাম
কাদের কাছে ঋণী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 7:17 AM

পূর্ব মেদিনীপুর: চিরঋণী থাকবেন। কামনা করলেন সুস্বাস্থ্যের। হঠাৎ যেন আবেগতাড়িত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের কাজকর্ম কতদূর এগোল, তা দেখতে গিয়েই কথা প্রসঙ্গে উঠে এল ইন্ডিয়া জোটের আলোচনা। আর তাতেই মুখ্যমন্ত্রীর মুখে চিরঋণী হয়ে থাকার কথা।

ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসাবে কংগ্রেসকে নয়, অনেক নেতাই চান মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী জোটের নেতৃত্ব দিক। এই নিয়ে প্রকাশ্যে মমতাকে সমর্থনও জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “সকলে আমার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি চাই ওঁরা সকলে এবং ওদের দল যেন ভাল থাকে। ইন্ডিয়া জোট ভাল থাকুক।”

সম্প্রতিই মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমি ইন্ডিয়া জোট তৈরি করলাম, এবার যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে নির্ভর করছে তারা কীভাবে সামলানে। যদি ওরা চালাতে না পারে, আমি কী করার আছে?”

তাঁর এই বক্তব্যের পর থেকেই একাধিক ইন্ডিয়া জোটের শরিকি দল মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন জানান। সমাজবাদী পার্টি থেকে আরজেডি, ওয়াইএসআরসিপি সহ একাধিক দল মমতাকেই জোটের নেত্রী হিসাবে চান। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সাফ জানিয়ে দেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন। কংগ্রেসের কথায় চলবে না। সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীর সিংও জানিয়েছেন, তাদের ১০০ শতাংশ সমর্থন রয়েছে। অন্য়দিকে, ওয়াইএসআরসিপির সাংসদ বিজয়সাই রেড্ডি এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে লিখেছিলেন, “ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য প্রার্থী মমতা।”

যদিও মমতাকে জোটের নেত্রী মানতে আপত্তি কংগ্রেসের। সম্প্রতিই কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর প্রশ্ন তুলেছিলেন যে বাংলার বাইরে তৃণমূলের কী সাফল্য রয়েছে? গোয়া, ত্রিপুরা, মেঘালয়, অসমে হারের উদাহরণ দেন তিনি। এবার জোট নেতৃত্বে চলে নাকি এই ক্ষমতার লড়াইয়েই জোট ভেঙে যায়, তাই-ই এখন দেখার।