What India Thinks Today: কোন পথে নতুন ভারতের গ্যারান্টি, WITT-তে বোঝাবেন দু’জন নয়া মুখ্যমন্ত্রী

TV9's WITT: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটের তৃতীয় দিনে 'সত্তা সম্মেলন' আলোচনাসভার মঞ্চ আলোকিত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতো তাবড় রাজনীতিকরা। 'সত্তা সম্মেলেন'-এর এই মহামঞ্চে উজ্জ্বল উপস্থিতি থাকবে দুই রাজ্যের দুই নতুন মুখ্যমন্ত্রীরও।

What India Thinks Today: কোন পথে নতুন ভারতের গ্যারান্টি, WITT-তে বোঝাবেন দু'জন নয়া মুখ্যমন্ত্রী
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডেImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 23, 2024 | 9:37 PM

প্রথম বছরেই ব্যাপক সাফল্যের পর ফের একবার টিভি নাইন নেটওয়ার্ক আয়োজন করতে চলেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। এবার দ্বিতীয় সংস্করণ। তিন দিন ব্যাপী এই মহা সমারোহ চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটের তৃতীয় দিনে ‘সত্তা সম্মেলন’ আলোচনাসভার মঞ্চ আলোকিত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতো তাবড় রাজনীতিকরা। ‘সত্তা সম্মেলেন’-এর এই মহামঞ্চে উজ্জ্বল উপস্থিতি থাকবে দুই রাজ্যের দুই নতুন মুখ্যমন্ত্রীরও।

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটের ‘সত্তা সম্মেলন’-এর মঞ্চে ‘নতুন ভারতের গ্যারান্টি’ শীর্ষক আলোচনায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন দুই বিজেপি শাসিত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরা। মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়। মধ্য প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব ও ছত্তীসগঢ়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। নতুন ভারতের এগিয়ে চলার পথে কী ব্লু প্রিন্ট হবে, সেই বিষয়ে এই আলোচনাসভায় আলোকপাত করবেন তাঁরা। এই দুই রাজনীতিকই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। এমনকী ভোটের আগে পর্যন্ত তাঁদের কেউই মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়েও ছিলেন না। আর এখন নতুন দায়িত্ব আসার পর তাঁদের রাজ্য রাজনীতিতে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছেন সকলে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে টার্গেট মোদী সরকার নিয়েছে, সেই বিষয়ে তাঁদের পরিকল্পনার বিষয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দুই নতুন মুখ্যমন্ত্রী।

মোহন যাদব: ২০১৩ সাল থেকে বিধায়ক এবং ২০২৩ সালে মুখ্যমন্ত্রী

গত বছরের ডিসেম্বরে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। তার মধ্যে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে গেরুয়া আবির উড়িয়েছে বিজেপি। কিন্তু এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করতে বেশ কিছুটা সময় নেওয়া হয়েছে। তবে যখন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়, তখন সেখানে চমক ছিল যথেষ্ট। মোহন যাদবকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী করা হয়। এই নিয়ে তিনি তৃতীয়বারের বিধায়ক। এর আগে শিবরাজ সিং চৌহান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

মধ্য প্রদেশের উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোহন যাদব। ২০১৩ সালে তিনি এখান থেকে প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৮ সালেও এখান থেকে জয়ী হন তিনি। ২০২০ সাল থেকে শিবরাজ সিং চৌহানের সরকারে তিনি উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারের ভোটে উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ১৩ হাজারেও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন মোহন যাদব।

বিষ্ণুদেও সাই: রাজ্যে প্রথম দলিত সমাজ থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী

মধ্য প্রদেশের মতো একইভাবে ছত্তীসগঢ়েও নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। সেখানেও বেশ কিছুটা সময় নিয়ে ভাবনা-চিন্তা করে বিজেপি মুখ্যমন্ত্রীর নাম স্থির করেছে। বেশ কয়েক দফা আলোচনার পর বিজেপির আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। বিষ্ণুদেও অভিজ্ঞ রাজনীতিক। সাংগঠনিক দায়িত্ব সামলানোরও অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তীসগঢ়ে বিজেপির রাজ্য় সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন পেশায় কৃষক বিষ্ণুদেও সাই। অতীতে প্রথম মোদী সরকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার। ১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অবিভক্ত মধ্য প্রদেশের বিধায়ক ছিলেন তিনি। তখন তিনি লড়তেন তপকরা বিধানসভা আসন থেকে। পরে ১৯৯৯ সালে রায়গঢ় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এরপর ২০০৬ সালে ছত্তীসগঢ়ে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পান তিনি। ২০০৯ এবং ২০১৪ পর পর দু’বার রায়গঢ় থেকে লোকসভা ভোটে জেতেন তিনি। বিজেপির একেবারে প্রথম সারির আদিবাসী নেতা তিনি। ২০১৪ সালে মোদী সরকারের ইস্পাত, খনি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পান করেছেন। এরপর ২০২০-২০২২ আবার রাজ্য সংগঠনের দায়িত্ব আসে তাঁর কাঁধে। সংঘ পরিবারের সঙ্গেও তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা যায়। গত বছরের বিধানসভা ভোটে কুঙ্কুরি কেন্দ্র থেকে জয়ী হন বিষ্ণুদেও।

টিভি নাইন নেটওয়ার্ক আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র তৃতীয় দিনের ‘সত্তা সম্মেলনের’ মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও। এছাড়া সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহামঞ্চে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা হবে এই কনক্লেভের।