What India Thinks Today: নারী শক্তির হাত ধরে কীভাবে বিকশিত হবে ভারত, TV9-এর WITT-র মঞ্চে বোঝাবেন স্মৃতি ইরানি

Soumya Saha |

Feb 22, 2024 | 8:46 PM

Smriti Irani: 'নারী শক্তি বিকশিত ভারত' শীর্ষক আলোচনায় নিজের গুরুত্বপূর্ণ মতামত, অভিজ্ঞতা তুলে ধরবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। দেশে নারী শক্তির গুরুত্ব কতখানি, সেই বিষয়ের উপর আলোকপাত করবেন তিনি। বর্তমানে কেন্দ্রের মোদী সরকার মহিলাদের বিকাশ ও উন্নয়নের জন্য যে সব নীতিগুলি গ্রহণ করেছে, সেই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন মন্ত্রী।

What India Thinks Today: নারী শক্তির হাত ধরে কীভাবে বিকশিত হবে ভারত, TV9-এর WITT-র মঞ্চে বোঝাবেন স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: ফের একবার টিভি নাইন নেটওয়ার্ক আয়োজন করতে চলেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট’। প্রথম সংস্করণেই ব্যাপক সাফল্যের পর এবার দ্বিতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে রাজধানী দিল্লিতে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চ এমন এক গ্লোবাল প্লাটফর্ম যেখানে দেশ তথা গোটা বিশ্বে ঘটে চলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন বিশেষজ্ঞরা। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো, সিনেমা, অর্থনীতি… বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে এই গ্লোবাল সামিটে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র এই মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সামিটে ভিন্ন মাত্রা যোগ করবেন। থাকবেন আরও অনেক বিশিষ্ট অভিজ্ঞ রাজনীতিকরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও নিজের মতামত প্রকাশ করবেন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র প্লাটফর্মে।

‘নারী শক্তি বিকশিত ভারত’ শীর্ষক আলোচনায় নিজের গুরুত্বপূর্ণ মতামত, অভিজ্ঞতা তুলে ধরবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। দেশে নারী শক্তির গুরুত্ব কতখানি, সেই বিষয়ের উপর আলোকপাত করবেন তিনি। বর্তমানে কেন্দ্রের মোদী সরকার মহিলাদের বিকাশ ও উন্নয়নের জন্য যে সব নীতিগুলি গ্রহণ করেছে, সেই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন মন্ত্রী। জানাবেন আসন্ন নির্বাচনে মোদী সরকারের পরিকল্পনার কথাও। প্রসঙ্গত, মোদী সরকার মহিলাদের উন্নয়নের জন্য অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করা হয়েছে মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য। মহিলাদের উন্নয়ন নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার যে কতটা ভাবিত, তা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য থেকেই বোঝা যায়। তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, ‘বিকশিত ভারতের’ সংকল্প পূরণের সবচেয়ে বড় গ্যারান্টি হল দেশের নারী শক্তি।

কেন্দ্রে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার দেশের চারটি শ্রেণিকে বরাবর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দরিদ্র শ্রেণি, যুব সমাজ, কৃষক ও মহিলা। মোদী সরকারের বিশ্বাস, দেশের সামগ্রিক উন্নতি তখনই সম্ভব হয়, যখন এই চারটি শ্রেণির বিকাশ হয়।

নারী ক্ষমতায়নে শুরু থেকেই বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মোদী সরকার ‘লাখপতি দিদি’-র টার্গেট এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করেছে। অতীতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উঠে এসেছে ‘লাখপতি দিদি’-র প্রসঙ্গ। এক কোটির থেকে বাড়িয়ে তিন কোটি ‘লাখপতি দিদি’-র স্বপ্নপূরণের জন্য তিনি দেশের মহিলাদের থেকে সহযোগিতা চেয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরকালে দেশের মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আপনাদের মতো বোনেদের, যাঁরা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন, তাঁদের জন্য আমার একটি বড় স্বপ্ন রয়েছে। আমি তিন কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানাতে চাই।” ওই সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, জল জীবন মিশন, পিএম কিষাণ, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, আয়ুষ্মান ভারত, পিএম উজ্জ্বলা এবং প্রধানমন্ত্রী কিষাণ শক্তি সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ জনমুখী স্কিমগুলি সম্পর্কেও আলোচনা করেন তিনি।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানী দিল্লিতে টিভি নাইন নেটওয়ার্ক আয়োজন করছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। এবছর এই সামিটের দ্বিতীয় সংস্করণ। তিন দিন ব্যাপী এই সামিট চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বর্ণাঢ্য এই সামিটে দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণের মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Next Article