নয়া দিল্লি: একটা সময়, বিশ্বের কোথাও কোনও বিপর্যয় দেখা দিলে এগিয়ে আসত পশ্চিমী দেশগুলি। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় হোক, কিংবা, যুদ্ধের মতো রাজনৈতিক বিপর্যয় – সমস্যা জর্জরিত দেশগুলির পাশে দাঁড়াতে দেখা যেত আমেরিকা-ইউরোপের দেশগুলিকে। কিন্তু, এখন সময় বদলে গিয়েছে। বিশ্বের যেখানেই সমস্যা দেখা যাচ্ছে, সবার আগে সাহায্যে এগিয়ে আসছে ভারত। কোভিডের সময় তৃতীয় বিশ্বের দেশগুলিকে টিকা পাঠানো থেকে শুরু করে, শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়, বা বর্তমানে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলির উপরে যে হামলা হচ্ছে – গত কয়েক বছরে বারবারই এই ভূমিকায় দেখা গিয়েছে। এই প্রেক্ষিতেই সোমবার (২৬ ফেব্রুয়ারি), TV9 নেটওয়ার্কের বার্ষিক সম্মেলন, হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, “বিশ্বের যে প্রান্তেই সমস্যা দেখা দিক, সাহায্যের জন্য প্রথমে এগিয়ে আসে ভারতই।” এই প্রসঙ্গে তিনি ভারতের জি২০ সভাপতিত্বের কথাও তোলেন।
১২৫টি দেশের হয়ে কথা বলেছি
বিদেশমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয় ছিল ‘দ্য রাইজ অফ দ্য গ্লোবাল সাউথ’। গত কয়েক বছরে, গ্লোবাল সাউথ অর্থাৎ, বিশ্বের অনুন্নত দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত। এস জয়শঙ্কর জানান, গত তিন-চার বছরে ভারত এবং গোটা বিশ্বেরই অনেক ক্ষতি হয়েছে। তিনি বলেছেন, “আমরা যখন জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, অনেক দেশই আশা করেছিল যে আমরা তাদের কথা তুলে ধরব। একাধিক প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি, আপনারা আমাদের সমস্যার কথা বলুন। প্রধানমন্ত্রী মোদী সকলকে একত্রিত করে সকলের সমস্যার কথা শুনেছেন। জি-২০-তে আমরা শুধুমাত্র বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে কথা বলিনি, ১২৫টি দেশের হয়ে বলেছি। তার আগে ভারত গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। সেই সম্মেলনেও আমরা শুধু ভারতের নয়, প্রায় ১২৫টি দেশের হয়ে কথা বলেছিলাম।”
ক্ষতি হয়েছে অনেক
বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন গ্লোবাল সাউথের উত্থানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ? এস জয়শঙ্কর বলেছেন, বিগত ৩-৪ বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে। কোভিড মহামারি সরকারি পরিকাঠামোর ক্ষতি করেছে। সামাজিক ক্ষতিও কম হয়নি। আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে, অনেক উত্থান-পতন ঘটেছে। বিশ্ব-বাণিজ্যেও কোভিডের প্রভাব পড়েছে। তারপর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। এর জেরে জ্বালানির দাম বেড়েছে , খাদ্যশস্যের দাম বেড়েছে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, এর প্রভাব পড়ছে ভারত-সহ গোটা বিশ্বে। এই সকল প্রতিবন্ধকতার মুখে অন্যান্য দেশ যখন শুধু নিজের কথা ভাবছে, নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে, সেই সময় ভারতই বিশ্বে প্রধান সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।