নয়া দিল্লি: রাজধানী দিল্লিতে ফের আয়োজিত হতে চলেছে টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। ২৫ ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী এই সামিট চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সামিটে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনে (২৬ ফেব্রুয়ারি, সোমবার) বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুরাগ মৈরাল। তিনি মেডিসিনের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল আউটরিট প্রোগ্রামস অ্যাট স্ট্যানফোর্ড বায়ার্স সেন্টার ফর বায়োডিজাইনের ডিরেক্টর পদে রয়েছেন।
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটের এবারের থিম ‘ভারত: পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত’। টিভি নাইন নেটওয়ার্কের এই সামিটের দ্বিতীয় সংস্করণের মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্ত, বিদেশমন্ত্রী এস জয়শংকর, অভিনেত্রী রবিনা ট্য়ান্ডন-সহ আরও অনেক বিশিষ্টজন তাঁদের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ করবেন তিন দিনের এই সামিটে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তাঁর কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে অধ্যাপক অনুরাগ মৈরালের। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটের দ্বিতীয় দিনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতি ও লুকিয়ে থাকা বিপদ’ শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বায়োটেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে মৈরালের গবেষণা নতুন দিশা দেখিয়েছে। বৈজ্ঞানিক চিন্তাধারাকে নতুন পথ দেখিয়েছে তাঁর গবেষণা। গত বছরের জুনে প্রধানমন্ত্রী মোদী মার্কিন সফরের আগে মৈরাল বলেছিলেন, ‘স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডায়াগনস্টিকস, হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং ও বায়োসিকিউরিটি – এই চারটি ক্ষেত্রে ভারত ও আমেরিকা যৌথভাবে কাজ করতে পারে।’
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কতটা উপযোগী হতে পারে সেই নিয়ে তাঁর কাজ। ভারতের আশাকর্মীরা, যাঁরা মূলত গ্রামীণ এলাকায় এক বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে এই প্রযুক্তি ভীষণভাবে সাহায্য করতে পারে বলেই মনে করছেন মৈরাল। এক্ষেত্রে এআই-ভিত্তিক প্লাটফর্মগুলি আশাকর্মীদের শুধু মহিলা বা শুধুদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যই নয়, সঙ্গে তাৎক্ষণিক কিছু থেরাপি দিতেও সক্ষম হতে পারে। অনুরাগ মৈরালের সুবিশাল কর্মজীবনে শিক্ষাক্ষেত্র ও ইন্ডাস্ট্রি উভয় ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে। বিশেষ করে পার্সোনালাইজ়ড মেডিসিন এবং বায়োইনফরমেটিক্সের কাজে তাঁর অবদান অনস্বীকার্য। একজন চিন্তক, শিক্ষাবিদ ও মেন্টর হিসেবে ডঃ মৈরাল আগামী প্রজন্মের বৈজ্ঞানিকদের অনুপ্রাণিত করে যাচ্ছেন, পথ দেখিয়ে যাচ্ছেন।
আর এবার টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটেও নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন অনুরাগ মৈরাল। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আজকের দিনে রিয়েল টাইম প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে খুঁটিনাটি বোঝাবেন তিনি।