PM Narendra Modi: প্রযুক্তিতে ভারতীয় ডেভেলপারদের প্রশংসা গিটহাবের সিইও-র, কী বললেন মোদী?

Oct 30, 2024 | 10:14 PM

PM Narendra Modi: গিটহাব একটি ডেভেলপার প্ল্যাটফর্ম। তার সিইও টমাস ডোমকে ভারতীয় ডেভেলপারদের প্রশংসা করে একটি পরিসংখ্যান দিয়েছেন। লিখেছেন, গিটহাবের সব প্রকল্পে ভারতের অবদান ৫.২ বিলিয়ন।

PM Narendra Modi: প্রযুক্তিতে ভারতীয় ডেভেলপারদের প্রশংসা গিটহাবের সিইও-র, কী বললেন মোদী?
উদ্ভাবন ও প্রযুক্তিতে ভারতীয় যুব সমাজ সেরাদের মধ্যে পড়ে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: প্রযুক্তিতে ভারতীয় যুব সমাজের দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন গিটহাবের সিইও টমাস ডোমকে। এক্স হ্যান্ডলে এই নিয়ে পোস্ট করেন তিনি। বিশ্বে সবচেয়ে দ্রুত ডেভেলপার জনসংখ্যা ভারতে বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, উদ্ভাবন ও প্রযুক্তির বিষয় এলে, ভারতীয় যুব সমাজ সেরাদের মধ্যে পড়ে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের কাছে দ্বিগুণ এআই শক্তি রয়েছে। সারা বিশ্বের কাছে এআইয়ের অর্থ শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা। সেখানে ভারতের কাছে এআই মানে অ্যাসপায়ারিং (উচ্চাকাঙ্ক্ষী) ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এই দুটো যখন একসঙ্গে মিশে যায়, তখন উন্নয়নের গতি স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়ে যায়। ভারতের এই উন্নতিতে সারা বিশ্ব লাভবান হবে।

এই খবরটিও পড়ুন

গিটহাব একটি ডেভেলপার প্ল্যাটফর্ম। তার সিইও টমাস ডোমকে ভারতীয় ডেভেলপারদের প্রশংসা করে একটি পরিসংখ্যান দিয়েছেন। লিখেছেন, গিটহাবের সব প্রকল্পে ভারতের অবদান ৫.২ বিলিয়ন। যার মধ্যে ২০২৪ সালে নতুন রিপোজিটরি ১০৮ মিলিয়ন। ভারতীয় ডেভেলপাররা এআই ব্যবহার নিয়ে এককদম এগিয়ে রয়েছে বলে তিনি জানান। এআই প্রকল্পে অবদান রাখার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এআই নিয়ে পরবর্তী বহুজাতিক সংস্থা ভারতেই গড়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

একটি রিপোর্ট বলছে, ২০২৮ সালের মধ্যে গিটহাবে ডেভেলপার পপুলেশনে সবাইকে পিছনে ফেলে দেবে ভারত। তারপর থাকবে আফ্রিকা ও লাতিন আমেরিকা।

Next Article