এক টাকাও নগদ ছিল না RBI-র প্রাক্তন গভর্নর মনমোহনের হাতে, গ্যারেজে ছিল শুধু প্রিয় মারুতি গাড়ি

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 27, 2024 | 2:18 PM

Manmohan Singh: মনমোহন সিংয়ের পছন্দ ছিল ১৯৯৬ মডেলের একটি মারুতি গাড়ি। ১৯৯৬ সালে তিনি ২১ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনেছিলেন।

এক টাকাও নগদ ছিল না RBI-র প্রাক্তন গভর্নর মনমোহনের হাতে, গ্যারেজে ছিল শুধু প্রিয় মারুতি গাড়ি
মনমোহন সিং।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আরও এক নক্ষত্র হারাল দেশ। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মনমোহন সিংয়ের জীবন ঘিরে রয়েছে নানা ঘটনা। এর মধ্যে রাজনৈতিক ঘটনা অনেকেরই জানা। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর পছন্দের গাড়ি ছিল ১৯৯৬ মডেলের একটি মারুতি গাড়ি। এমন একটা সময় ছিল, যখন তাঁর হাতে নগদ টাকা না থাকলেও, গ্যারেজে ছিল মারুতি গাড়িটি।

জীবনে একবারই লোকসভা নির্বাচনে লড়েছিলেন মনমোহন সিং। সেই নির্বাচনে হেরেও গিয়েছিলেন। সংসদে তিনি  পা রেখেছিলেন রাজ্যসভায় নির্বাচিত হয়ে। ২০১৩ সালে অসম থেকে রাজ্যসভা আসনে প্রার্থী হয়েছিলেন মনমোহন সিং। সেই সময় হলফনামায় তিনি জানিয়েছিলেন যে সেই সময় তাঁর মোট আয় ছিল ৪০ লক্ষ ৫১ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩.৮৭ কোটি টাকা।

মনমোহন সিংয়ের ৫টি ফিক্সড ডিপোজিট ও ৩টি সেভিংস অ্যাকাউন্ট ছিল। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল সাড়ে ৭ কোটি টাকা। এর মধ্যে চণ্ডীগঢ়ের একটি বাড়ি ও দিল্লির বসন্ত কুঞ্জে একটি ফ্ল্যাট ছিল। তবে মনমোহন সিংয়ের হাতে নগদ কোনও টাকা ছিল না। তাঁর স্ত্রী গুরুশরণ কৌরের হাতে ২০ হাজার টাকা ছিল।

মনমোহন সিংয়ের পছন্দ ছিল ১৯৯৬ মডেলের একটি মারুতি গাড়ি। ১৯৯৬ সালে তিনি ২১ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনেছিলেন।

মনমোহন সিংয়ের হলফনামায় তাঁর স্ত্রীর সম্পত্তির কথাও উল্লেখ ছিল। তাঁর মোট অস্থাবর সম্পত্তি ছিল ২০.৩১ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর কাছে ১৫০ গ্রাম সোনা ছিল, যার দাম সেই  সময়ে আনুমানিক ৩.৪৫ লক্ষ টাকা ছিল। মনমোহন সিংয়ের স্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে ১৬.৬২ লক্ষ টাকা ছিল।

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তার আগে ১৯৯১ সালে তিনি দেশের অর্থমন্ত্রী ছিলেন। তবে রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ছিলেন।

Next Article