High Temperature: সাইক্লোনের পূর্বাভাসের মাঝে কোথায় তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2024 | 7:54 PM

High Temperature: বারমেরের বেশির ভাগ জায়গা বালিতে ভরা। অন্যান্য শহরের তুলনায় এখানে গাছপালা খুবই কম। আরাবল্লি পাহাড় এখানে আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাসকে বাধা দেয়। এখানে তাই আর্দ্রতার মাত্রা কম। সে কারণেই এখানে প্রচণ্ড গরম।

High Temperature: সাইক্লোনের পূর্বাভাসের মাঝে কোথায় তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি
আবহাওয়ার আপডেট
Image Credit source: Pixabay

Follow Us

রাজস্থান: রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। বাংলায় যখন সাইক্লোন রেমাল আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার মধ্যেই বৃহস্পতিবার রাজস্থানের বারমেরে তাপমাত্রা পৌঁছল ৪৯ ডিগ্রিতে। গত ২২ মে দেশের অনেক শহরে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। অনেক রাজ্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। এদিকে তাপের রেকর্ড তৈরি করা বারমের খবরে রয়েছে।

রাজস্থানের উষ্ণতম শহরের মধ্যে রয়েছে এই বারমের। কিন্তু বারমেরে এত গরম কেন?

আসলে বারমের থর মরুভূমির একটি অংশ। এটি পশ্চিমে জালোর, পালি, যোধপুর এবং পাকিস্তান দ্বারা বেষ্টিত। আয়তনের দিক থেকে, এটি রাজস্থানের তৃতীয় বৃহত্তম জেলা এবং ভারতের পঞ্চম বৃহত্তম জেলা। এখানে তাপমাত্রা রেকর্ড করার জন্য শুধু একটি নয় অনেকগুলি কারণ রয়েছে।

বারমেরের বেশির ভাগ জায়গা বালিতে ভরা। অন্যান্য শহরের তুলনায় এখানে গাছপালা খুবই কম। আরাবল্লি পাহাড় এখানে আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাসকে বাধা দেয়। এখানে তাই আর্দ্রতার মাত্রা কম। সে কারণেই এখানে প্রচণ্ড গরম।

বারমেরের মতো মরুভূমির পরিবেশে খুব কম বৃষ্টিপাত হয়, যা শুষ্ক অবস্থার সৃষ্টি করে। বাতাসে আর্দ্রতার অভাবের কারণে, তাপমাত্রা বাড়তে থাকে। এখানকার মাটিও বেশি তাপ শোষণ করে। ফলে দিনের তাপমাত্রা বেশি থাকে।

Next Article