সম্প্রতি মহারাষ্ট্রের ইন্সটাগ্রাম পোস্টে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন এক মহিলা। রাস্তায় ফেলে তাঁর দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন তাঁরই প্রেমিক। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অভিযুক্ত যুবক এক আমলার ছেলে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, প্রিয়া সিং নামে ওই মহিলার জনপ্রিয়তাও নেহাত কম নয়। ইন্সটাগ্রাম জুড়ে লক্ষ লক্ষ ফলোয়ার তাঁর। শরীরের ক্ষতচিহ্নের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা প্রকাশ্যে আনেন প্রিয়া। এরপর তাঁর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
২৬ বছরের এই মহিলার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাঁর দেহে ওপর দিয়ে এসইউভি চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রিয়া সিং আসলে একজন 'ইনফ্লুয়েন্সার'।
থানের বাসিন্দা এই মহিলার ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষেরও বেশি। ইন্সটাগ্রাম হ্যান্ডেল জুড়ে প্রতিনিয়ত অনেক ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি। বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশনও করেন তিনি।
জানা গিয়েছে, কিছুদিন আগে ওই মহিলাকে ডেকে পাঠিয়েছিলেন তাঁর প্রেমিক অশ্বজিৎ গায়কোয়াড়। সেখানে অশ্বজিতের এক বন্ধু তাঁকে অপমানজনক কথা বলছিলেন বলে অভিযোগ, যাতে বাধা দেননি অশ্বজিৎ। এরপর মহিলা প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় রাস্তায়। মহিলার দাবি, তিনি যখন ওঠার চেষ্টা করছেন, তখন তাঁর শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় গাড়ি। প্রেমিক অশ্বজিতের নির্দেশেই চালক গাড়ি চালিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় চাকা। কোনও ক্রমে প্রাণরক্ষা পায় প্রিয়ার।