Revanth Reddy: একসময় ‘হিন্দু পরিষদ’ করা নেতাই হচ্ছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, কে এই রেবন্ত?

Revant Reddy: ১৯৬৯ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেন রেবন্ত রেড্ডি। মেহবুবনগর জেলার অ-রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। ছাত্র থাকাকালীন অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদে যোগ দেন তিনি।

Revanth Reddy: একসময় হিন্দু পরিষদ করা নেতাই হচ্ছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, কে এই রেবন্ত?
রেবন্ত রেড্ডিImage Credit source: twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2023 | 10:23 PM

তেলঙ্গানা: একাধিক নাম নিয়ে ছিল জল্পনা। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে নাম। রেবন্ত রেড্ডিই হতে চলেছেন তেলঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী। হায়দরাবাদে পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের জয়ের পিছনে এই নেতার ভূমিকাই সবথেকে উল্লেখযোগ্য বলে দাবি করেছে কংগ্রেস। তিনি যেভাবে কেসিআর-কে সরিয়েছেন, সেটা রাজনৈতিক মহল যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন।

১৯৬৯ সালের ৮ নভেম্বর জন্ম রেবন্ত রেড্ডির। মেহবুবনগর জেলার অ-রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। ছাত্র থাকাকালীন অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদে যোগ দেন। পরবর্তীতে কংগ্রেস নেতা জয়পাল রেড্ডির মেয়ে গীতাকে বিয়ে করেন তিনি।

রাজনীতি শুরু করার আগে রিয়েল এস্টেটের ব্যবসা করতেন রেবন্ত রেড্ডি। ২০০১ সালে তিনি তেলঙ্গানার রাষ্ট্র সমিতিতে যোগ দেন। ২০০৭ সালে মেহবুবনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন। এরপর তিনি যোগ দেন তেলুগু দেশম পার্টিতে। ২০০৯ সালে কোদাঙ্গালের বিধায়ক হন তিনি। পরে একাধিক টিডিপি নেতার সঙ্গে কংগ্রেসে যোগ দেন রেবন্ত। টিআরএস প্রার্থীর কাছে ২০১৮ সালে হেরে যান তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মালকাজগিরি আসনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হন। জয়ীও হন। ২০২১ সালের ২৬ জুন তেলঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ভারত জোড়ো যাত্রা থেকেই কংগ্রেসের মুখ হয়ে ওঠেন রেবন্ত রেড্ডি। কংগ্রেস নেতারা যখন ঠিক করছিলেন যে তাঁরা কাউকে বিভিন্ন এলাকায় পাঠাবেন, তখন রেবন্ত রেড্ডির নাম সামনে আসে। দলের অন্দর থেকে বাধা এসেছে, তবে শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এবারের নির্বাচনে কোদাঙ্গাল আসনে জয়ী হয়েছেন তিনি। এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিল হাত শিবির।