Cyrus Mistry: কে ছিলেন সাইরাস মিস্ত্রি? টাটা গোষ্ঠীর সঙ্গে কী নিয়ে বিরোধ হয়েছিল তাঁর?

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Sep 04, 2022 | 7:09 PM

Who was Cyrus Mistry: ২০১২ সালে টাটা সন্সের চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে। কিন্তু চার বছর পরই তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কী নিয়ে বিরোধ বেঁধেছিল টাটার সঙ্গে তাঁর?

Cyrus Mistry: কে ছিলেন সাইরাস মিস্ত্রি? টাটা গোষ্ঠীর সঙ্গে কী নিয়ে বিরোধ হয়েছিল তাঁর?

Follow Us

মুম্বই: রবিবার (৪ সেপ্টেম্বর), মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। সাইরাস মিস্ত্রি ছিলেন শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক তথা টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার, পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। ২০১২ সালে তাঁকে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। তবে, মাত্র চার বছরের মধ্যেই ২০১৬ সালে তাঁকে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছিল। তার আগে পর্যন্ত মিস্ত্রিদের সঙ্গে টাটাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল। কিন্তু কেন সরানো হয়েছিল তাঁকে?

আসলে টাটা গোষ্ঠীর ব্যবসা পরিচালনা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন সাইরাস মিস্ত্রি। যার ফলে টাটা গোষ্ঠীর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনের ব্যয় বেড়েছিল, কিন্তু, শেয়ারহোল্ডারদের আয় কমেছিল। এর পাশাপাশি, সংস্থায় রতন টাটার বিশ্বস্ত বলে পরিচিত ব্যক্তিদের সরিয়ে দিয়েছিলেন তিনি। সেই জায়গায় নিজের লোক বসিয়েছিলেন। এর পাশাপাশি যুক্তরাজ্যে টাটা স্টিল পোর্ট প্ল্যান্ট বিক্রির প্রস্তাবও দিয়েছিলেন তিনি। যার ফলে বিদেশে টাটাদের অর্জিত সুনামের ক্ষতি হয়েছিল। ডোকোমো গোষ্ঠীর সঙ্গে বিরোধ টাটা গোষ্ঠীতে তাঁর নেতৃত্বের কফিনে শেষ পেরেক বলে মনে করা হয়। ওই বিরোধের জেরে জাপানি গোষ্ঠীকে ১২০ কোটি মার্কিন ডলার দিতে হয়েছিল টাটাদের। এরপরই ২০১৬ সালের ২৪ অক্টোবর, সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছিল। পরবর্তীকালে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে, হোল্ডিং সংস্থার বোর্ডের ডিরেক্টর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন সাইরাস মিস্ত্রি। প্রথমে তিনি পারিবারিক নির্মাণ ব্যবসাতেই জড়িত ছিলেন। ২০০৬ সালে টাটা গোষ্ঠীর বোর্ড থেকে অবসর নিয়েছিলেন পালোনজি মিস্ত্রি। ৩৮ বছরের সাইরাস তাঁর বাবার পদে আসীন হয়েছিলেন। তারপর থেকে টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, টাটা কেমিক্যালস এবং টাটা মোটরসের বিভিন্ন পদে থেকে ব্যবসার খুঁটিনাটি শিখেছিলেন তিনি। কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই তিনি ফোর্বস গোকাক, ইউনাইটেড মোটরস (ইন্ডিয়া) এবং শাপুরজি পালোনজি অ্যান্ড কোং-এর মতো আরও বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর হন।

২০১২ সালে রতন টাটার পর, টাটা সন্সের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। শিল্পগোষ্ঠীর ১৪২ বছরে ইতিহাসে টাটা পরিবারের বাইরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি সংস্থার চেয়ারম্যান হয়েছিলেন। তবে মাত্র চার বছর তিনি এই শীর্ষ পদে ছিলেন। তাঁর আগে কেউই এই পদে এত সংক্ষিপ্ত মেয়াদের জন্য ছিলেন না। টাটাদের সঙ্গে মিস্ত্রি পরিবারের সম্পর্কের শুরু হয়েছিল ১৯৩০ সালে। ওই বছর, এফই দিনেশ এস্টেট থেকে টাটা সন্সের ১২.৫ শতাংশ কিনেছিলেন শাপুরজি পালোনজি মিস্ত্রি । পরবর্তীকালে টাটা পরিবারের কাছ থেকে আরও বেশি পরিমাণ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছিল মিস্ত্রিরা।

Next Article