মুম্বই: রবিবার (২ জুলাই), মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এসেছে ভূমিকম্প। বিরোধী দলনেতা থেকে রাতারাতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হলেন অজিত পওয়ার। এদিন, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেলদের মতো বিশিষ্ট এনসিপি নেতাদের নিয়ে একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়ণবীস সরকারে যোগ দিলেন তিনি। তাঁর সঙ্গে অন্তত ৪০ জন এনসিপি বিধায়ক রয়েছেন বলে শোনা যাচ্ছে। পওয়ারের সঙ্গে আরও ৯ জন এনসিপি বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু, কেন এই রাতারাতি পক্ষ বদল শরদ পওয়ারের ভাইপোর? শপথ গ্রহণের পর এর কী ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রের নয়া উপ-মুখ্যমন্ত্রী? অজিত পওয়ার জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং রাজ্যের স্বার্থ – তাঁর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে এই দুই কারণ।
এর আগেও বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা শোনা গিয়েছে অজিত পওয়ারের মুখে। এদিন শপথ গ্রহণের পর অজিত পওয়ার বলেন, “আজ, আমরা মহারাষ্ট্র সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি এবং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। কে কোন পোর্টফোলিও পাবে, তাই নিয়ে পরে কথা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্দান্ত নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। তিনি অত্যন্ত জনপ্রিয়, বিদেশেও তিনি সমর্থন পাচ্ছেন। জাতীয় স্তরে সমস্ত দিক বিবেচনা করে, আমরা উন্নয়নকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা শিবসেনার সঙ্গে জোট বেঁধেছিলাম। সেটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি, তবে বিজেপির সঙ্গেও জোট করতে পারি। এই সিদ্ধান্ত রাজ্যের উন্নয়নের জন্য।”
তিনি আরও জানিয়েছেন, দলের ভিতরে অনেকদিন ধরেই বিজেপির হাত ধরা নিয়ে আলোচনা চলছিল। এমনকি, এর আগে নাগাল্যান্ডে এনসিপির ৭ বিধায়ক বিজেপিকে সমর্থন জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “নাগাল্যান্ডে বিজেপির সঙ্গে জোট করতে পারলে, এখানে কেন হবে না? আমরা রাজ্যের উন্নয়নের জন্য সব করব।” এনসিপি দলের সূত্রে খবর, দলের কোনও নেতার সঙ্গে আলোচনা না করেই কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শরদ পওয়ার। দলের অধিকাংশ নেতারই এই বিষয়ে মত ছিল না।
তবে, এনডিএ-তে যোগ দিলেও, এনসিপি তিনি ছাড়েননি বলে জানিয়েছেন অজিত। তিনি জানিয়েছেন, এনসিপি দল হিসেবেই এনডিএ সরকারকে সমর্থন করছেন তাঁরা। ভবিষ্যতে নির্বাচনও লড়বেন এনসিপির প্রতীকেই। মহারাষ্ট্রের নয়া উপ-মুখ্যমন্ত্রী বলেন, “এখন অনেকেই সমালোচনা করবেন। আমরা সেই সব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছি না। মহারাষ্ট্রের উন্নয়নই আমাদের লক্ষ্য, আর সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে আমাদের অধিকাংশ বিধায়কই সন্তুোষ প্রকাশ করেছেন। আমরা এনসিপি পার্টি হিসেবেই এই সরকারকে সমর্থন করছি। আমরা এনসিপি নামেই সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এনসিপি-র বিধানসভা দল হিসেবে আমরা শিন্ডে সরকারকে সমর্থন দিয়েছি। ভবিষ্যতের সব নির্বাচন আমরা দলীয় প্রতীকেই লড়ব।”
ছগন ভুজবলও জানিয়েছেন, তাঁদের দলে কোনও ভাঙন ধরেনি, দল হিসেবেই তাঁরা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “এর আগে আমরা অনেক ক্ষেত্রে বিজেপির সমালোচনা করেছি। কিন্তু, মানতেই হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ অনেক বেশি সুরক্ষিত।”