S Jaishankar: কেন কোনও সমালোচনা নেই? পাকিস্তানি সন্ত্রাস নিয়ে ইউরোপীয় দেশগুলিকে কটাক্ষ জয়শঙ্করের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 03, 2023 | 7:27 PM

S Jaishankar on Pakistan: পাকিস্তানকে 'সন্ত্রাসবাদের এপিসেন্টার' বলে উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের কোনও সমালোচনা না করার জন্য পশ্চিমী দেশগুলিকেও কটাক্ষ করেছেন তিনি।

S Jaishankar: কেন কোনও সমালোচনা নেই? পাকিস্তানি সন্ত্রাস নিয়ে ইউরোপীয় দেশগুলিকে কটাক্ষ জয়শঙ্করের
পাকিস্তানকে 'সন্ত্রাসবাদের এপিসেন্টার' বলে উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Follow Us

ভিয়েনা: পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের ভরকেন্দ্র’ বলে উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেছেন, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে উৎসাহ দিয়ে চলেছে। কাজেই তাদের বিরুদ্ধে আরও কঠোর শব্দ প্রয়োগ করতে পারতেন তিনি। পাশাপাশি, এখনও পর্যন্ত সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের কোনও সমালোচনা না করার জন্য পশ্চিমী দেশগুলিরও সমালোচনা করেছেন তিনি। জয়শঙ্কর বলেন, “যখন আমরা সিদ্ধান্ত এবং নীতির কথা বলি, কেন আমরা ইউরোপীয়দের মুখে কয়েক দশক ধরে চলে আসা এই অনুশীলনগুলির (সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়া) তীব্র নিন্দা শুনতে পাই না?”

বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আছেন বিদেশ মন্ত্রী। সোমবার সেখানকার বিদেশমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, এপিসেন্টার ভারতের এত কাছে হওয়ায়, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের দেওয়া তথ্য বিশ্বের বাকি দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই অস্ট্রিয়ান এক টিভি চ্যানেলে পাকিস্তানের প্রতি কঠোর শব্দ প্রয়োগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জয়শঙ্কর সাফ জানান, “কূটনীতিক হলেই অসত্য বলতে হবে, তার কোনও মানে নেই। আমি আরও কঠোর শব্দ (পাকিস্তানের উদ্দেশ্যে) প্রয়োগ করতে পারতাম। আমাদের সঙ্গে যা চলছে, সেই প্রেক্ষিতে এপিসেন্টার শব্দটি অত্যন্ত কূটনৈতিক শব্দ বলেই আমি মনে করি।” তিনি সংসদ ভবনে হামলা, ২৬/১১-র মুম্বই হামলা এবং নিয়মিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করেছেন।

অস্ট্রিয়ান চ্যানেল থেকে বলা হয়, পাকিস্তান দেশ হিসেবে সন্ত্রাসবাদ ছড়ায় না। জয়শঙ্কর পাল্টা জানান, নিজেদের দেশের জমির উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ রয়েছে। তারপরও দিনের আলোয় সেখানে সন্ত্রাসবাদীদের শিবির চলে। সন্ত্রাসবাদী গোষ্ঠীতে অর্থ জোগান, মানব সম্পদ জোগানের কাজ চলে। জয়শঙ্কর প্রশ্ন করেন, “এরপরও বলবেন পাকিস্তান কিছু জানে না?” ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনার থেকেও পাকিস্তানি মদত চলে আসা সন্ত্রাসবাদ নিয়ে বাকি বিশ্বের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিদেশ মন্ত্রী।

Next Article