Yashwant Sinha: ‘নিশ্চিত করব যেন বলবৎ না হয়’, রাষ্ট্রপতি নির্বাচনেও প্রাসঙ্গিক নাগরিকত্ব আইন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 13, 2022 | 7:40 PM

Presidential Election: প্রসঙ্গত ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যালট পেপার এবং ভোট দেওয়ার জন্য বিশেষ পেন পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে।

Yashwant Sinha: নিশ্চিত করব যেন বলবৎ না হয়, রাষ্ট্রপতি নির্বাচনেও প্রাসঙ্গিক নাগরিকত্ব আইন
(ফাইল ছবি)

Follow Us

গুয়াহাটি: রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) কেন্দ্র করে ক্রমেই সরগরম হয়ে উঠছে জাতীয় রাজনীতি। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে কেন্দ্রীয় সংস্থাগুলির ‘অপব্যবহার’ রোধ করতে উদ্যোগী হবেন, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্মিলিত বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। প্রাক্তন অর্থমন্ত্রীর মুখে এবার শোনা গেল আরও এক তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ। বুধবার যশবন্ত জানিয়েছেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য তিনি যদি নির্বাচিত হন, তবে নিশ্চিত করবেন কোনওভাবেই যাতে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) বলবৎ না করা হয়। অসমের বিরোধী আইনসভার সদস্যদের সঙ্গে আলোচনা চলাকালীন তিনি জানিয়েছেন, ‘তাড়াহুড়ো’ করে সিএএ-র খসড়া তৈরি করে বিজেপি সরকার ‘বোকামি’ করেছে, সেই কারণেই এই আইন এখনও প্রণয়ন করা যায়নি। “নাগরিকত্ব অসমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকার গোটা দেশেই এই আইন চালু করতে চাইলেও এখনও অবধি তা বাস্তবায়িত হয়নি।” বলেন যশবন্ত।

তিনি বলেন, “এর আগে কেন্দ্রীয় সরকার করোনার বাহানা দেখিয়ে এই আইন চালু করেনি, এখনও করতে পারছে না কারণ তাড়াহুড়ো করে আইনের খসড়া তৈরি করার সময় বোকামি হয়েছে।” যশবন্তের মতে, বাইরের কোনও শক্তি নয় বরং যারা দেশের ক্ষমতায় রয়েছেন, তাদের কারণে সংবিধান ‘বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের… যদি আমি রাষ্ট্রপতি ভবনে থাকি তবে, নিশ্চিত করব কোনওভাবেই যেন সিএএ চালু না হয়।’ এদিন সম মনভাবাপন্ন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন যশবন্ত।

প্রসঙ্গত ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যালট পেপার এবং ভোট দেওয়ার জন্য বিশেষ পেন পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের ফলে নতুন কোনও চমক থাকে কি না, সেটাই এখন দেখার।

Next Article