নয়া দিল্লি: চলতি বছরেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। মার্চ বা এপ্রিল মাসেই দেশজুড়ে নির্বাচন হতে পারে, এমনটাই জল্পনা। এর মাঝেই নতুন খবর। লোকসভা নির্বাচনের আগে বা সেই সময়েই একসঙ্গে হতে পারে রাজ্যসভা নির্বাচনও (Rajya Sabha Election)। পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে। এই শূন্য়স্থান পূরণের জন্যই নির্বাচন হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল রাজ্যসভায় বাংলার ৫ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। ৪ সাংসদই তৃণমূলের। এনারা হলেন নাদিমূল হক, আবীর রঞ্জন বিশ্বাস, শুভাশীষ চক্রবর্তী ও শান্তনু সেন। এছাড়া কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির রাজ্যসভার মেয়াদও শেষ হচ্ছে এপ্রিল মাসেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই এই আসনগুলিতে নির্বাচন করাতে হবে। সুতরাং মার্চ বা এপ্রিল মাসে এই নির্বাচন হতে পারে।
তৃণমূলের ৪ সাংসদের মেয়াদ শেষ হতে চললেও, তাদের জায়গায় নতুন কে প্রার্থী হবেন নাকি তাঁরাই আবার প্রার্থী হবেন, সে সম্পর্কে এখনও জানা যায়নি। পঞ্চম আসনে অভিষেক মনু সিংভিকে কংগ্রেস পাঠিয়েছিল তৃণমূলের সমর্থনে। এবার কংগ্রেস এই আসন ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।