AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hydrogen Train: প্রথম পরীক্ষাতেই ফুল মার্কসে পাশ! ৪ ঘণ্টার রাস্তা পৌঁছবেন ২ ঘণ্টায়, কবে থেকে ছুটবে হাইড্রোজেন ট্রেন?

Indian Railways: চেন্নাইয়ের এই কোচ ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। ১২০০ হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন হবে এই হাইড্রোজেন ট্রেন।

Hydrogen Train: প্রথম পরীক্ষাতেই ফুল মার্কসে পাশ! ৪ ঘণ্টার রাস্তা পৌঁছবেন ২ ঘণ্টায়, কবে থেকে ছুটবে হাইড্রোজেন ট্রেন?
সফল পরীক্ষা হাইড্রোজেন ট্রেনের।Image Credit: X
| Updated on: Jul 26, 2025 | 1:14 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের বিরাট সাফল্য। উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল রেল। সফলভাবে পরীক্ষা হয়ে গেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচের। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটি পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার ভিডিয়ো।

চেন্নাইয়ের এই কোচ ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। ১২০০ হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন হবে এই হাইড্রোজেন ট্রেন। বিশ্বের খুব কম সংখ্যক দেশেই হাইড্রোজেন পাওয়ারড ট্রেন রয়েছে। তার মধ্যে অন্যতম হতে চলেছে ভারত।

সফলভাবে প্রথম হাইড্রোজেন পাওয়ারড কোচ পরীক্ষার পরই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফে জানানো হয়েছে, চলতি বছরের অগস্ট মাসের শেষভাগের মধ্যেই হাইড্রোজেন ট্রেনের চাকা ট্র্যাকে গড়াবে। চেন্নাইয়ের ভিলিভাক্কামেই ট্রেনে ট্রায়াল রান হবে আর কিছুদিনের মধ্যে।

নন-এসি এই ট্রেনের বিশেষত্বই হল এটি পেট্রোল বা ডিজেলে চলবে না, ছুটবে হাইড্রোজেন জ্বালানিতে যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। মাঝে ৮টি কোচ থাকবে এবং দুই প্রান্তে দুটি ইঞ্জিন থাকবে। নর্থান রেলওয়ের অধীনে জিন্দ-সোনিপত রুটে এই ট্রেন প্রথম চলার কথা। চালু হলে ঘণ্টা ১১০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। অর্থাৎ লোকাল ট্রেনের দূরত্বেও এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটবে এই ট্রেন।

২০২৩ সালেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছিলেন যে ভারতীয় রেলওয়ে মোট ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনের খরচ ৮০ কোটি টাকা করে পড়বে। গোটা পরিকাঠামো এবং ট্রেনের খরচ মিলিয়ে আনুমানিক ৭০ হাজার কোটি টাকা খরচ হবে।