Bizarre: এই রুমের ভাড়া ১২ হাজার! ভাইরাল সোশ্যালে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 12, 2023 | 3:57 PM

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে ওই ফ্ল্যাটের শয্যার ছবি শেয়ার করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, এক কামরার ঘরের জন্য ভাড়া নেওয়া হচ্ছে ১২ হাজার টাকা। সামান্য জায়গার জন্য এই বিপুল অঙ্কের ভাড়া শুনে অবাক নেটিজেনরা। তা দেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশ্নও ছুড়ে দিয়েছেন তাঁরা। কেউ বলেছেন, “একটি শয্যার জন্য ১২ হাজার! কী ভাবে সম্ভব?”

Bizarre: এই রুমের ভাড়া ১২ হাজার! ভাইরাল সোশ্যালে
এই ফ্ল্যাটের এত ভাড়া!
Image Credit source: Reddit

Follow Us

বেঙ্গালুরু: দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অন্যতম গন্তব্য হল বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের এই শহরে দেশের বিভিন্ন প্রান্তের তথ্যপ্রযুক্তি কর্মীদের ভিড়। বিভিন্ন সংস্থায় কাজের জন্য এই শহরে এসে থাকেন বহু যুবক-যুবতী। কাজে যোগ দেওয়ার আগে থাকার জন্য ঘরের ব্যবস্থা করা তাঁদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চাহিদা বেশি থাকায় বেঙ্গালুরু বিভিন্ন প্রান্তেই ফ্ল্যাটের ভাড়া হয় আকাশছোঁয়া। সে রকমই একটি ঘটনা সামনে এসেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, একটি শয্যার ছবি। গোটা ফ্ল্যাটও নয়। ওই শয্যার জন্য প্রতি মাসে যা ভাড়া চাওয়া হয়েছে, তা শুনেই অবাক হয়েছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে ওই ফ্ল্যাটের শয্যার ছবি শেয়ার করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, এক কামরার ঘরের জন্য ভাড়া নেওয়া হচ্ছে ১২ হাজার টাকা। সামান্য জায়গার জন্য এই বিপুল অঙ্কের ভাড়া শুনে অবাক নেটিজেনরা। তা দেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশ্নও ছুড়ে দিয়েছেন তাঁরা। কেউ বলেছেন, “একটি শয্যার জন্য ১২ হাজার! কী ভাবে সম্ভব?” অপর এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, “বিশ্বাস হচ্ছে না।”

প্রসঙ্গত দেশের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র বেঙ্গালুরু ট্রাফিক জ্যামের জন্য বার বার উঠে আসে খবরের শিরোনামে। সেখানকার ট্রাফিক জ্যামে আটকে থাকার একাধিক গল্প সোশ্যাল মিডিয়ায় রোজদিনই উঠে আসে। এ বার ফ্ল্যাটের ভাড়া নিয়ে খবরের শিরোনামে বেঙ্গালুরু।

Next Article