নয়া দিল্লি: জয়ের আন্দাজ আগেই করা গিয়েছিল, তবে রেকর্ড ভাঙা ভোট পাবেন, তা হয়তো প্রার্থী নিজেও কল্পনা করতে পারেননি। উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice-President Election) বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে ৭৩ শতাংশ ভোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ ভোটের মার্জিন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা ছিল। এরমধ্যে লোকসভার ৫৪৩জন ও রাজ্যসভার ২৪৫ জন ভোটদাতা। তবে রাজ্যসভায় আটটি আসন খালি থাকায় সেই ভোটগুলি বাদ গিয়েছে। বাকি দলের সাংসদরা ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছিল যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোটদান থেকে বিরত থাকবে। সেই মতোই গতকাল তৃণমূলের ৩৪ জন সাংসদ ভোট দেননি।
বিকেলে ফলপ্রকাশের সময় লোকসভার রিটার্নিং অফিসার জানান, মোট ১৫টি ভোট বাতিল হয়েছে। ৭২৫টি বৈধ ভোটের মধ্যে এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনকড় পেয়েছেন ৫২৮টি ভোট, বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। সব মিলিয়ে ৭২.৮ শতাংশ ভোট পেয়ে ১৯৯৭ সালের পর সর্বোচ্চ ভোটে জয়ী উপরাষ্ট্রপতি হওয়ার নজির গড়লেন জগদীপ ধনখড়।
এখনও অবধি সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়ার রেকর্ড ধরে রেখেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি কেআর নারায়ণন। ১৯৯২ সালে তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন কাকা যোগীন্দর সিং। তবে ৭০১টি ভোটের মধ্যে ৭০০টি ভোটই পেয়ে রেকর্ড গড়েছিলেন নারায়ণন।
সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকেও ভোটের নিরিখে হারিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, ২০১৭ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বেঙ্কাইয়া নাইডু ৬৭.৮৯ শতাংশ ভোট পেয়েছিলেন, তাঁর থেকেও ২ শতাংশ বেশি ভোট পেয়েছেন ধনখড়। তার আগে ২০০৭ সাল থেকে ২০১৭ সাল অবধি উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। তিনি ৬০.৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।
জগদীপ ধনখড়ের আরও একটি রেকর্ড হল তিনিই বিজেপি মনোনীত প্রথম উপরাষ্ট্রপতি, যিনি সংঘ পরিবারের সদস্য নন।