WMO praises IMD: সাইক্লোনের নিখুঁত পূর্বাভাস, আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেল মৌসম ভবন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 22, 2023 | 7:46 AM

WMO praises IMD: ঠিক সময়ে ঝড়ের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া না হলে অনেক মানুষে ক্ষতি হতে পারত বলে মনে করছেন ডব্লুএমও। প্রশংসা করে একটি চিঠি দেওয়া হয়েছে।

WMO praises IMD: সাইক্লোনের নিখুঁত পূর্বাভাস, আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেল মৌসম ভবন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: মৌসম ভবন সঠিক সময়ে সাইক্লোনের পূর্বাভাস দিয়েছিল বলেই বেঁচে গিয়েছে অনেক প্রাণ, এড়ানো গিয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। এই ভাষাতেই ভারতের আবহাওয়া দফতর বা মৌসম ভবনের প্রশংসা করল ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (WMO) বা বিশ্ব আবহাওয়া সংস্থা। মূলত সাইক্লোন মোচা আছড়ে পড়ার আগে যে ভাবে সতর্ক করা হয়েছিল, তার জন্যই প্রশংসা করা হয়েছে। টুইটে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় কিরণ রিজিজু।

গত মে মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে আছড়ে পড়েছিল সাইক্লোন মোচা। সেই ঘূর্ণীঝড়ের গতিবেগ ছিল ১৮০ থেকে ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২১০ কিমি বেগে আছড়ে পড়েছিল সেই ঝড়। ঠিক সময়ে ঝড়ের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া না হলে অনেক মানুষে ক্ষতি হতে পারত বলে মনে করছেন ডব্লুএমও। প্রশংসা করে মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রকে একটি চিঠি দেওয়া হয়েছে ডব্লুএমও-র তরফ থেকে।

কিরণ রিজিজু সেই চিঠি পোস্ট করে লিখেছেন ‘গর্বের মুহূর্ত।’ তিনি উল্লেখ করেছেন, যে সাইক্লোন মোচা-র ক্ষেত্রে মৌসম ভবন যে পদ্ধতিতে গতিপ্রকৃতি সম্পর্কে সতর্ক করেছে, তাতে সবদিক থেকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে।

জানা গিয়েছে, শুধু ভারতেই নয়, ১৩টি দেশে সাইক্লোনের সঙ্কেত পাঠায় মৌসম ভবন। পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, মলদ্বীপ, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইয়েমেন, ইরান সহ ১৩ টি দেশকে এ ব্যাপারে সাহায্য করা হয়। মোচা সাইক্লোনের জেরে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের কোনও মৃত্যু হয়নি। মৌসম ভবনের সতর্কবার্তার জন্যই এটা সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেছেন রিজিজু।

Next Article