জয়পুর: দেশে ক্রমাগত বেড়েই চলেছে ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা। এবার মন্ত্রীপুত্রের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। রাজস্থানের এক যুবতী রাজস্থানের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। নির্যাতিতার অভিযোগ, বিগত এক বছর ধরে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে রবিবার দিল্লি পুলিশ জিরো এফআইআর দায়ের করেছে।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজস্থান পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং তদন্তে সহযোগিতার কথা বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ মে উত্তর দিল্লির একটি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৮ (বিষ বা অন্য কিছু খাইয়ে ক্ষতির চেষ্টা), ৩১২ (গর্ভপাত করানো), ৩৬৬ (বিয়ের জন্য অপহরণ) সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজস্থানের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং মন্ত্রী মহেশ জোশী। তাঁর ছেলের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে এখনও অবধি ওই মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্যাতিতা ওই যুবতীর অভিযোগ, গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস অবধি ধর্ষণ করেছে। ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল অভিযুক্ত।
নির্যাতিতার দাবি, গত বছর ফেসবুকের মাধ্যমে রোহিত জোশীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। জয়পুরে তাঁরা প্রথমবার দেখা করেন। ২০২১ সালের ৮ জানুয়ারি তাঁকে সাওয়াই মাধোপুরেও আমন্ত্রণ জানিয়েছিল ওই যুবক। প্রথম সাক্ষাতেই ওই যুবক তাঁর পানীয়ের মধ্যে মাদক জাতীয় কোনও বস্তু মিশিয়ে খাইয়ে দেন এবং অচেতন অবস্থায় তাঁকে যৌন নির্যাতন করে। ঘুম থেকে ওঠার পর ওই যুবক তাঁকে তাঁর নগ্ন ছবি ও ভিডিয়োও দেখায় বলে অভিযোগ।
এরপর দিল্লিতেও তাঁদের ফের সাক্ষাৎ হয়, সেই সময়ও যুবক জোর করে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল বলে অভিযোগ। ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে, তাঁকে জোর করে গর্ভপাত করানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই মন্ত্রীপুত্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।