গুয়াহাটি: খুন এবং ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তার পর একটি গ্রামের নদীর ধারে লুকিয়ে ছিলেন তিনি। সেখানেই তাঁকে দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তখনই গণধোলাই শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যু ওই পলাতক অভিযুক্তের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অসমের লখিমপুর জেলায়। সে জেলার ঘিলামারা থানার অন্তর্গত কিলাকিলি গ্রামে ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, গনধোলাইয়ে মৃত ব্যক্তির নাম রাজু বড়ুয়া ওরফে গিরজাই। লখিমপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং ডাকাতির এক ডজন মামলা ছিল। এলাকাতেও কুখ্যাত হিসাবে পরিচিত ছিলেন তিনি। এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার আদালতে যাওয়ার পথে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় তিন অভিযুক্ত। তার মধ্যে এক জন ছিলেন রাজু।
লখিমপুরের পুলিশ সুপার বিএম রাজখোওয়া বলেছেন, “বৃহস্পতিবার সকালে আমরা গণধোলাইয়ের খবর পেয়েছি। সেখানে গিয়ে দেখা যায় পলাতক অভিযুক্ত গুরুতর আহত। তাঁকে ব্যাপক মারধর করেছেন গ্রামবাসীরা। পুলিশ উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে আসে। এর পরই মৃত্যু হয় তাঁর।” এই ঘটনার পর অজ্ঞাত পরিচয় দষ্কৃতীর বিরুদ্ধে মামলা খুনের মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও গণপিটুনির ঘটনায় এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার তিন অভিযুক্ত ধরা পালিয়েছিলেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হল গণপিটুনিতে। অপর এক জনকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় পলাতকে খোঁজে তল্লাশি চালাবো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।