New Delhi: রেলওয়ে স্টেশনে মহিলাকে গণধর্ষণ, ২ ঘণ্টায় অপরাধীদের গ্রেফতার পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 23, 2022 | 3:10 PM

Railway Station: রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ নির্যাতিতা মহিলা থানায় ফোন করে ঘটনার কথা জানায়। মহিলার থেকে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশকর্মীরা।

New Delhi: রেলওয়ে স্টেশনে মহিলাকে গণধর্ষণ, ২ ঘণ্টায় অপরাধীদের গ্রেফতার পুলিশের
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় রেলের (Indian Railways) ৪ কর্মীকে গণধর্ষণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক মহিলাকে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে গণধর্ষণ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত ৪ জন রেলের ইলেক্ট্রিক্যাল বিভাগে কর্মরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ঝুপড়ি ভিতর এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ৪ জনের মধ্যে ২ জন ওই মহিলাকে ধর্ষণ করেছে এবং অন্য দু’জন বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে।

রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ নির্যাতিতা মহিলা থানায় ফোন করে ঘটনার কথা জানায়। মহিলার থেকে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশকর্মীরা। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যতম প্রধান অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ফোন করে তাঁর ছেলের বার্থ-ডে পার্টিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ অভিযুক্তের সঙ্গে কীর্তি নগর মেট্রো স্টেশনের সামনে দেখা করে নির্যাতিত মহিলা। তারপর ওই মহিলাকে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অন্য ৩ অভিযুক্ত অপেক্ষা করছিল। সেই সময়ই তাঁকে গণধর্ষণ করা হয়েছিল।

মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ। ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ধৃতদের স্থানীয় কোর্টে পেশ করা হয়েছিল। বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Next Article