Woman falls into gorge: সেলফিতে মগ্ন, গভীর খাদে পড়ে গেলেন যুবতী

Aug 04, 2024 | 5:58 PM

Woman falls into gorge: সেলফি তোলায় মগ্ন ছিলেন। আচমকা পা পিছলে ১০০ ফুট গভীর খাদে পড়ে যান যুবতী। মহারাষ্ট্রের সাতার জেলায় দুর্ঘটনাটি ঘটে। কয়েকদিন আগেই মহারাষ্ট্রে খাদে পড়ে মৃত্যু হয়েছিল এক তরুণীর। তারপর এদিন ফের খাদে পড়লেন এক যুবতী।

Woman falls into gorge: সেলফিতে মগ্ন, গভীর খাদে পড়ে গেলেন যুবতী
সেলফি তুলতে গিয়ে বিপর্যয়

Follow Us

পুনে: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলেন নানা মুহূর্ত। সেলফি তোলায় মগ্ন ছিলেন। কিন্তু, অসতর্ক হলে যে বিপদ ঘটতে পারে, তা নিয়ে হুঁশ ছিল না। আর সেই সেলফি তুলতে গিয়েই ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলেন এক যুবতী। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়।

বছর উনত্রিশের ওই যুবতীর বাড়ি পুনেতে। কয়েকজন বন্ধুর সঙ্গে সাতারা জেলার বর্ন ঘাটে ঘুরতে এসেছিলেন। পাহাড়ে ঘুরতে ঘুরতে থোসেঘর জলপ্রপাতের কাছে তাঁরা আসেন। সেখানে পৌঁছে সেলফি তুলতে যান যুবতী। আচমকা পা পিছলে ১০০ ফুট গভীর খাদে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারে নামেন একজন হোমগার্ড ও আরও কয়েকজন পর্বতারোহী। যুবতীকে উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রায়গড় জেলায় খাদে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। কুম্ভ জলপ্রপাতের কাছে খাদে পড়ে গিয়েছিলেন তিনি। আনভি কামদার নামে ওই তরুণী একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিলেন। গত ১৬ জুলাই ৭ বন্ধুর সঙ্গে ওই জলপ্রপাতে ঘুরতে এসেছিলেন। সেখানে ভিডিয়ো করার সময় পা পিছলে খাদে পড়ে যান আনভি। সেই দুর্ঘটনার পর পর্যটকদের আরও সাবধান হতে আবেদন জানায় স্থানীয় প্রশাসন। সেই ঘটনার পর এদিন ফের দুর্ঘটনার মুখে পড়লেন এক যুবতী।

Next Article