নয়া দিল্লি: বাড়ি তৈরি নিয়ে বচসা। ছাদের উপরেই ঝামেলা লাগল বিল্ডারের সঙ্গে। বচসার মাঝেই যুবতীকে চড় বিল্ডারের। সেই চড় এতটাই জোরে মেরেছিল যে ছাদ থেকে ছিটকে পড়ে যায় যুবতী। গুরুতর আহত ওই যুবতী। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই পলাতক বিল্ডার।
ঘটনাটি ঘটেছে দিল্লির কিরারি এলাকায়। গত ২৫ জুলাই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, জমি নিয়ে ওই যুবতীর সঙ্গে বচসা বেধেছিল বিল্ডারের। সেই বচসা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। আশেপাশে কয়েকজন শ্রমিকও উপস্থিত ছিল সেই সময়। হঠাৎই বিল্ডার ওই যুবতীকে চড় মারে। ওই চড় খেয়েই ছাদ থেকে ছিটকে পড়ে যায় যুবতী।
জানা গিয়েছে, প্রায় ৬০ ফুট উচ্চতা থেকে ছিটকে পড়ে যান ওই যুবতী। গুরুতর আহত ওই যুবতী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবতী। এদিকে, ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই আমন বিহার থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই বিল্ডার এখনও পলাতক। একাধিক টিম গঠন করা হয়েছে অভিযুক্তকে ধরার জন্য।