খুব খিদে পেয়েছিল, দুটো কামড় খেয়েও নিয়েছিল বাচ্চাগুলো, হঠাৎ ভিতর থেকে যা বেরল, তাতে বুক কেঁপে উঠল মায়ের…
Food Safety: শ্রীশৈলা নামক ওই মহিলা জানিয়েছেন, স্থানীয় একটি বেকারি থেকে এগ পাফ ও কারি পাফ কিনেছিলেন। বাড়ি ফিরে এসে সন্তানদের সঙ্গে সেই খাবার খেতে বসেন।

হায়দরাবাদ: বাড়িতে অপেক্ষা করছে ছোট ছোট দুই ছেলে। কাজ থেকে ফেরার পথে তাই একসঙ্গে বসে খাওয়ার জন্য কিনে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন খাবার। তবে সেই খাবারে কামড় দিয়েই গুলিয়ে উঠল গোটা শরীর। কী ছিল খাবারের ভিতরে? উকি মারতেই হাত-পা ঠান্ডা হয়ে গেল।
নামী দোকানের খাবারের ভিতর থেকে বেরল সাপ। খাবারে এই সাপ দেখেই মহিলা চমকে যান। সোজা গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেহবুবনগরে।
শ্রীশৈলা নামক ওই মহিলা জানিয়েছেন, স্থানীয় একটি বেকারি থেকে এগ পাফ ও কারি পাফ কিনেছিলেন। বাড়ি ফিরে এসে সন্তানদের সঙ্গে সেই খাবার খেতে বসেন। কারি পাফে কামড় বসাতেই আঁতকে ওঠেন ওই মহিলা। দেখেন, ভিতরে কিছু একটা রয়েছে। খুলে দেখেন, ছোট্ট একটা সাপ!
মহিলা সঙ্গে সঙ্গে বেকারিতে নিয়ে যান ওই খাবার। অভিযোগ জানালেও, বেকারির মালিক সে কথা শুনতে চাননি। বরং উল্টোপাল্টা যুক্তি দিতে থাকেন। এইসব যুক্তি শুনেই ওই মহিলা রেগে গিয়ে পুলিশ স্টেশনে অভিযোগ জানান।

