False Case: দুই মেয়েকে ধর্ষণের মিথ্যা অভিযোগ, ৬ মাসের জেল মায়ের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 07, 2023 | 1:00 AM

ধর্ষণের মিথ্যা মামলার বিষয়টি সামনে আসতেই এক রাশ বিরক্তি প্রকাশ করেন বিচারক। ২০২১ সালের ১১ জুলাই ওই মহিলা দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁরা তাঁর দুই নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন। এ নিয়ে কেকরি থানায় অভিযোগ দায়ের হয়।

False Case: দুই মেয়েকে ধর্ষণের মিথ্যা অভিযোগ, ৬ মাসের জেল মায়ের
প্রতীকী ছবি

Follow Us

আজমেঢ়: দুই মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন মা। কিন্তু তদন্তে দেখা নাবালিকা মেয়েদের সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করেছিলেন ওই মহিলা। মিথ্যা ধর্ষণের অভিযোগ করায় ওই মহিলাকে ৬ মাসের জেলের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে, ওই মহিলার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছিলেন দুই ব্যক্তি। তার শোধ নিতেই দুই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আজমেঢ়ে।

ধর্ষণের মিথ্যা মামলার বিষয়টি সামনে আসতেই এক রাশ বিরক্তি প্রকাশ করেন বিচারক। ২০২১ সালের ১১ জুলাই ওই মহিলা দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁরা তাঁর দুই নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন। এ নিয়ে কেকরি থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে ওই মহিলা জানিয়েছিলেন, তাঁর দুই নাবালিকা মেয়ে তাদের ঠাকুমার সঙ্গে জঙ্গলে গিয়েছিল ছাগল চরাতে। ঠাকুমা ধীরে হাঁটায় পিছনে পড়ে যায়। তখন তাঁর দুই মেয়েকে দুই অভিযুক্ত ধর্ষণ করেন। নির্যাতিতাদের ঠাকুমা পৌঁছতেই পালিয়ে যায় ২জন। বিষয়টি নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ নাবালিকাদের জবানবন্দি রেকর্ড করেন। তখন ওই নাবালিকারা জানায়, তাদের উপর কোনও যৌন নির্যাতন হয়নি। তাদের বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার শোধ নিতে তাদের মা এই অভিযোগ দায়ের করেছেন। এর পর নির্যাতিতাদের মাকে ডেকে পাঠায় পুলিশ। পুলিশের জেরার মুখে সত্যি কথা স্বীকার করে নেন তিনি। মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগে তাঁকে সাজা দিয়েছে আদালত।

Next Article