Woman run over by BMW: পুনের পোর্শেকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নাম জড়াল শিবসেনা নেতার ছেলের

Jul 07, 2024 | 8:36 PM

Woman run over by BMW: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে একটি বারে মদ্যপান করেন মিহির। বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, লং ড্রাইভে যেতে চান। গাড়িটি ওরলি আসার পর চালককে মিহির বলেন, তিনি গাড়ি চালাতে চান।

Woman run over by BMW: পুনের পোর্শেকাণ্ডের ছায়া মুম্বইয়ে, নাম জড়াল শিবসেনা নেতার ছেলের
গাড়িটি শিন্ডে শিবিরের এক শিবসেনা নেতার ছেলে চালাচ্ছিলেন বলে অভিযোগ

Follow Us

মুম্বই: পুনের পোর্শেকাণ্ডের ছায়া এবার মুম্বইয়ে। স্কুটিতে ধাক্কা মারার পর এক মহিলাকে ১০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল একটি বিএমডব্লু। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম কাবেরী নাখওয়া(৪৫)। এই ঘটনায় নাম জড়াল একনাথ শিন্ডের শিবসেনার এক নেতার ছেলের। অভিযুক্তের নাম মিহির শাহ। তাঁর বাবা রাজেশ শাহ শিন্ডে শিবিরের পালঘর এলাকার নেতা। গাড়িটি তাঁর নামে রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন মিহির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে একটি বারে মদ্যপান করেন মিহির। বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, লং ড্রাইভে যেতে চান। গাড়িটি ওরলি আসার পর চালককে মিহির বলেন, তিনি গাড়ি চালাতে চান। চালকের আসনে বছর চব্বিশের মিহির বসার পরই গাড়িটি ওই স্কুটিতে ধাক্কা মারে।

পুলিশ জানিয়েছে, ওরলির কোলিওয়াদা এলাকার বাসিন্দা কাবেরী ও তাঁর স্বামী প্রদীপ নাখওয়া বাজারে মাছ বিক্রি করেন। রবিবার ভোরে মাছ কিনে স্কুটিতে করে ফিরছিলেন। ওরলির কাছে তাঁদের স্কুটি ধাক্কা মারে বিএমডব্লু গাড়িটি। প্রদীপ নাখওয়া কোনওমতে গাড়ি থেকে লাফ দিয়ে সরে গেলেও কাবেরীকে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালান চালক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাবেরীকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তদন্তে জানা যায়, গাড়িটি শিবসেনা নেতা রাজেশ শাহর। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর ছেলে মিহির ও চালক। মিহির পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বোঝার চেষ্টা করছে, দুর্ঘটনার সময় গাড়ি কে চালাচ্ছিলেন।

দুর্ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হতেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত কোন দলের সঙ্গে যুক্ত সেটা বড় কথা নয়। আইনের চোখে সবাই সমান। অভিযুক্ত ছাড় পাবে না।”

উদ্ধব ঠাকরের পুত্র তথা বিধায়ক আদিত্য ঠাকরে এদিন সকালে ওরলি থানায় পৌঁছন। প্রদীপ নাখওয়ার সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এই ঘটনায় রাজনীতির রং লাগাতে চান না জানিয়ে তিনি বলেন, গাড়ি যেই চালান না কেন, তাঁকে গ্রেফতার করা উচিত।

গত ১৯ মে পুনেতে ১৭ বছরের এক কিশোরের মত্ত অবস্থায় পোর্শে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর পোর্শের ধাক্কায় দুই যুবক-যুবতীর মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে শোরগোল পড়েছিল। গ্রেফতার করা হয় কিশোরকে।

Next Article