Physical Assault: ফাঁদ পেতেছিল মাসি, ১২ বছরের নাবালিকাকে ‘গণধর্ষণ’ করল ৩ কিশোর সহ ৪ জন

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 07, 2024 | 10:16 AM

Crime News: ওই নাবালিকার মা-বাবা পেশায় দিনমজুর। পেটের দায়ে লেখাপড়া ছেড়ে আবর্জনা কুড়িয়ে বেড়াত ১২ বছরের নাবালিকাও। যে চত্বরে আবর্জনা কুড়োত, সেখানেই এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। তিনিও আবর্জনা কুড়িয়ে বিক্রি করেন। তাঁকে 'মাসি' বলে ডাকত নাবালিকা। ১ জানুয়ারি ওই মহিলা প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করে চারজন।

Physical Assault: ফাঁদ পেতেছিল মাসি, ১২ বছরের নাবালিকাকে গণধর্ষণ করল ৩ কিশোর সহ ৪ জন
প্রতীকী ছবি
Image Credit source: AP

Follow Us

নয়া দিল্লি: দারুণ একটা জিনিস দেখাবে, এই টোপ দিয়েই ফাঁকা জায়গা নিয়ে গিয়েছিল মাসি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ৪ জন। ১২ বছরের নাবালিকা ওখানে যেতেই পশুর মতো ঝাঁপিয়ে পড়ল সবাই। ছিড়ে-খুড়ে ভোগ করল শরীর। ‘কাজ’ মিটতেই এল মাসি, হুঁশিয়ারি দিয়ে বলল, যদি কাউকে এই বিষয়ে বলে, তবে আরও ভয়ঙ্কর পরিণতি হবে। পাশবিক অত্যাচারের শিকার ১২ বছরের নাবালিকা। তাঁকে ‘গণধর্ষণ’ করে ৪ জন। অভিযুক্তদের মধ্য়ে ৩ জনই আবার নাবালক। শনিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ।

পৈশাচিক ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। জানা গিয়েছে, নতুন বছরের প্রথমদিনেই গণধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। তবে ভয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার খুড়তুতো এক দিদিকে সমস্ত কিছু জানায় নাবালিকা। তারপরই পুলিশে অভিযোগ দায়ের হয়।

জানা গিয়েছে, ওই নাবালিকার মা-বাবা পেশায় দিনমজুর। পেটের দায়ে লেখাপড়া ছেড়ে আবর্জনা কুড়িয়ে বেড়াত ১২ বছরের নাবালিকাও। যে চত্বরে আবর্জনা কুড়োত, সেখানেই এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। তিনিও আবর্জনা কুড়িয়ে বিক্রি করেন। তাঁকে ‘মাসি’ বলে ডাকত নাবালিকা। ১ জানুয়ারি ওই মহিলা প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করে চারজন। এদের মধ্যে এক অভিযুক্তের সদর বাজার বস্তি চত্বরে চায়ের দোকান রয়েছে। বাকি তিন অভিযুক্তের বয়স ১২, ১৪ ও ১৫ বছর।

গণধর্ষণের পর ওই নাবালিকাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ওই মহিলা এসে হুমকি দেন, যদি বাড়ির কাউকে এই বিষয়ে জানায়, তবে তাঁর আরও ভয়ঙ্কর পরিণতি হবে। ভয়ে মুখ বন্ধ রাখে নাবালিকা। কোনওমতে নিজেকে সামলে ভাবানায় (পৈত্রিক বাড়ি) চলে যায়। ওখানেই কয়েকদিন ছিল নাবালিকা।

বৃহস্পতিবার দিল্লিতে ফিরে আসে নাবালিকা। সেখানে তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা হয়। নাবালিকাকে জিজ্ঞাসা করায় সে সবকিছু খুলে বলে। এরপরই ওই যুবতী নাবালিকার বাড়িতে খবর দেয়। তাঁরা দিল্লিতে এসে পুলিশে অভিযোগ দায়ের করেন। শনিবার চারজনকে গ্রেফতার করা হয়।

Next Article