Gangraped: চাকরির প্রলোভন দিয়ে গাড়িতে তুলে গণধর্ষণ যুবতীকে, ধৃত ৯

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 07, 2023 | 7:13 PM

চাকরির প্রলোভন দিয়ে যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণ ৯ যুবকের।

Gangraped: চাকরির প্রলোভন দিয়ে গাড়িতে তুলে গণধর্ষণ যুবতীকে, ধৃত ৯
প্রতীকী ছবি

Follow Us

কামরূপ: চাকরি দেওয়ার প্রলোভন দিয়েছিল। যুবতীও সে কথায় বিশ্বাস করে প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলেন এবং যুবকের কথা শুনে একটি গাড়িতে উঠে বসেন। ভাবতে পারেননি, সেখানেই ঘটে যাবে নৃশংস ঘটনা। ৯ যুবকের গণধর্ষণের (Gangraped) শিকার হলেন ওই যুবতী। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে অসমের (Assam) কামরূপ জেলায়। যদিও একাজ করে রেহাই পায়নি অভিযুক্তরা। অভিযুক্ত ৯ জনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কামরূপের পুলিশ সুপার (Kamrup SP) হীতেশ চন্দ্র রায়।

এসপি হীতেশ কুমার জানান, কামরূপের গাড়িতে যুবতীর গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ওই গাড়ির চালক আতলাফ। বৃহস্পতিবার রাতে আতলাফের গাড়িতেই যুবতীকে গণধর্ষণের ঘটনাটি ঘটে। তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আতলাফের বাকি ৮ সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনার বৃত্তান্ত দিয়ে কামরূপের এসপি হীতেশ কুমার আরও জানান, নির্যাতিতা যুবতী ধেমাজি জেলার বাসিন্দা। ঘটনার মূল অভিযুক্ত আতলাফ যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় বিশ্বাস করে গত মঙ্গলবার হাজো শহরের তাপাবারি এলাকায় অভিযুক্তের সঙ্গে যুবতী দেখা করেন এবং তাঁকে চাকরি দিতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে উঠতে বসে। তারপর যুবতী গাড়িতে উঠে বসতেই আতলাফ সহ আরও ৮ জন গাড়িতে ওঠে এবং ৯ জন মিলে তাকে গণধর্ষণ করে। পরে যুবতীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এসপি। তবে এই ঘটনায় ক্ষুব্ধ যুবতীর পরিবার ও প্রতিবেশী। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Next Article