AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোরবেলা ক্যাব বুক করতেই চালক যা মেসেজ করল, তাতে পিলে চমকে গেল, আতঙ্কে ছুট যুবতীর…

App Cab Harassment: মহিলা যাত্রী রেডিটে পোস্ট করে লেখেন, "আমি লিখতে লিখতেও ভয়ে কাপছি। এক ঘণ্টায় আমার ট্রেন। ভগবান জানে আমি পৌঁছতে পারব কি না"।

ভোরবেলা ক্যাব বুক করতেই চালক যা মেসেজ করল, তাতে পিলে চমকে গেল, আতঙ্কে ছুট যুবতীর...
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Dec 17, 2024 | 11:25 AM
Share

গুরুগ্রাম: কাছে-পিঠেই হোক বা দূরে, ট্যাক্সির জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার বদলে, অনলাইন ক্যাব বুকিং করেই যাতায়াতে স্বাচ্ছন্দ্য অনেকে। তবে অনলাইন ক্যাব বুকিং করে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হল এক মহিলা যাত্রীর। ক্যাব চালক এমন মেসেজ করলেন যে আতঙ্কে মহিলা যাত্রী।

রেল স্টেশনে যাওয়ার জন্য উবার অ্যাপ থেকে ক্যাব বুক করেছিলেন গুরুগ্রামের এক যুবতী। ওটিপি চেক করার জন্য যুবতী অ্যাপ খুলতেই দেখেন ক্যাব চালক মেসেজ করেছেন। তাতে লেখা, “আমি আপনাকে অপহরণ করতে চাই।”

উবার চালকের মেসেজ।

মহিলা যাত্রী রেডিটে পোস্ট করে লেখেন, “আমি লিখতে লিখতেও ভয়ে কাপছি। এক ঘণ্টায় আমার ট্রেন। ভগবান জানে আমি পৌঁছতে পারব কি না”।

যুবতী জানান, তিনি স্টেশনে যাওয়ার জন্য ভোর ৪টে নাগাদ ক্যাব বুক করেন। ড্রাইভারকে ড্রপ লোকেশন পাঠান। এরপর লাগেজ নামানোর জন্য পকেটে ফোন রাখেন। ওটিপি দেখার জন্য ফোন বের করতেই দেখেন, চালক মেসেজ করেছেন যে তাঁকে অপহরণ করতে চায়। সঙ্গে সঙ্গে যুবতী ওই মেসেজের স্ক্রিনশট নিয়ে রাইড ক্যানসেল করার চেষ্টা করেন। তার আগেই চালক নিজে রাইড ক্যানসেল করে দেয়।

ভয়ে, আতঙ্কে যুবতী লাগেজ নিয়ে উপরে পালিয়ে আসেন। চালক যে কোনও মুহূর্তে এসে তাঁকে অপহরণ করতে পারে, এই আতঙ্কেই সিঁটিয়ে যান।