VIDEO: ট্রেনের জানালাই যখন দরজা! গিজগিজে ভিড় এড়াতে স্পাইডার-ওম্যানের কীর্তি দেখুন

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 04, 2024 | 8:24 AM

Indian Railways: দেখা যায় এক যুবতী ট্রেনের জানালা দিয়েই কামরার ভিতরে ঢুকছেন। এরপর পিছনে দাড়িয়ে থাকা যাত্রীর হাত থেকে ব্যাগ নেন। আরও এক যুবতীকে একইভাবে ট্রেনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। ট্রেনের কামরার দরজায় তখন গিজগিজ করছে ভিড়।

VIDEO: ট্রেনের জানালাই যখন দরজা! গিজগিজে ভিড় এড়াতে স্পাইডার-ওম্যানের কীর্তি দেখুন
দেখুন কীভাবে ট্রেনে ঢুকছেন যুবতী।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরশুম প্রায় শেষ। ক্রিসমাস, নববর্ষের ছুটি কাটিয়ে এবার কাজে ফেরার পালা। ২০২৩ সালের শেষ উইকএন্ডে পড়ায় এবং নতুন বছর সপ্তাহের প্রথম দিন হওয়ায় অনেকেই লম্বা ছুটি পেয়েছিলেন। আর ছুটি পেতেই বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। এই কারণে বছর শেষে যেমন পর্যটনকেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় ছিল, তেমনই টিকিট মিলছিল না কোনও ট্রেনেও। ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময়ও একই পরিস্থিতি। যাত্রীদের অভিযোগ, ট্রেনে টিকিট মিলছে না। উপচে পড়া ভিড় দূরপাল্লার ট্রেনগুলিতে। কনফার্ম টিকিট থাকলেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না যাত্রীরা, এমনটাও অভিযোগ। এবার এমনই এক ভিডিয়ো সামনে এল। সেই ভিডিয়োয় দেখা গেল, ট্রেনের দরজায় ভিড় থাকায়, জানালা দিয়েই ট্রেনে ঢুকছেন যাত্রীরা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের উজ্জয়ন রেলওয়ে স্টেশনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশনে উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মের পাশাপাশি দুপাশে রেললাইনের মাঝের ফাঁকা জায়গাতেও দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। ট্রেন স্টেশনে ঢুকতেই হুড়মুড়িয়ে ট্রেনে ওঠা শুরু করেন যাত্রীরা।

তবে এখানেই শেষ নয়, দেখা যায় এক যুবতী ট্রেনের জানালা দিয়েই কামরার ভিতরে ঢুকছেন। এরপর পিছনে দাড়িয়ে থাকা যাত্রীর হাত থেকে ব্যাগ নেন। আরও এক যুবতীকে একইভাবে ট্রেনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। ট্রেনের কামরার দরজায় তখন গিজগিজ করছে ভিড়। যে ব্যক্তি ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, তিনি ক্যাপশনে লেখেন, “জানালা তো এমনিও ছোট দরজাই।”

লাখো লাখো মানুষ ওই ভিডিয়ো দেখেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কিছু নেটাগরিক যেমন যাত্রীদের সুরক্ষা ও রেলের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার লিখেছেন, দামি ট্রেনের বদলে দেশে আরও বাস-ট্রেনের প্রয়োজন, যার টিকিট সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে।

Next Article