বেঙ্গালুরু: স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে। নিত্য কলহ হয়। সেজন্য বান্ধবীকে বাড়িতে ডেকেছিলেন যুবতী। এসেছিল আরও এক বন্ধু। ওই বন্ধু স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, সেই পরামর্শ মতো পুলিশের কাছে যাওয়ার আগেই সব শেষ। রাতে পাশের রুমে বান্ধবী ঘুমিয়ে পড়ার পর যুবতীকে শ্বাসরোধ করে খুনের অভিযোঘ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি বেঙ্গালুরুর। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মৃত যুবতীর নাম নব্যশ্রী। তাঁর স্বামীর নাম কিরণ। বছর পঁচিশের নব্যশ্রী মঙ্গলবার তাঁর বান্ধবী ঐশ্বর্যকে ফোন করেন। জানান, তাঁর স্বামীর সঙ্গে ঝামেলা চলছে। বান্ধবীকে বাড়িতে ডাকেন নব্যশ্রী। ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বেঙ্গালুরুর কেনগেরি এলাকায় নব্যশ্রীর বাড়িতে পৌঁছন ঐশ্বর্য। নব্যশ্রীর আর এক বন্ধু অনিলও তাঁর বাড়িতে আসেন। ঐশ্বর্য ও অনিলকে স্বামীর সঙ্গে ঝামেলার বিষয়ে জানান নব্যশ্রী। পুলিশে অভিযোগ দায়েরের জন্য নব্যশ্রীকে পরামর্শ দেন অনিল। তিনজনে দীর্ঘ আলোচনার পর গভীর রাতে বাড়ি চলে যান অনিল।
এরপর দুই বান্ধবী সারারাত গল্প করেন। পরদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘুমোতে যান দু’জন। নব্যশ্রী ও ঐশ্বর্য আলাদা রুমে ঘুমিয়েছিলেন। পরদিন সকাল ৬টায় ঘুম ভাঙে ঐশ্বর্যর। বাইরে এসে দেখেন, নবশ্রীর দেহ ঠান্ডা। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন তিনি। জানা গিয়েছে, নব্যশ্রীকে চেয়ারে বেঁধে অত্যাচার করা হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়।
পুলিশ নব্যশ্রীর স্বামী কিরণকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের অনুমান, রাতে নিজের কাছে থাকা চাবির সাহায্যে রুমে ঢুকেছিলেন কিরণ। তারপরই স্ত্রীকে অত্যাচারের পর শ্বাসরোধ করে খুন করেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)