Mysterious Death: দরজার ল্যাচ থেকে ঝুলছে মহিলার দেহ! কীভাবে সম্ভব? দেহ দেখে বড় প্রশ্ন তুলে দিলেন স্বামী

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2024 | 7:09 PM

Crime: মৃতার স্বামীর দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁর স্ত্রীকে। এক পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

Mysterious Death: দরজার ল্যাচ থেকে ঝুলছে মহিলার দেহ! কীভাবে সম্ভব? দেহ দেখে বড় প্রশ্ন তুলে দিলেন স্বামী
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

আমেঠী: রহস্যজনক অবস্থায় মহিলার দেহ উদ্ধার। দরজার ল্যাচ থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার স্বামী এক পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠীতে। আজ, শনিবার দুপুরে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার স্বামীই প্রথম দেহটি দেখতে পান। খবর দেন পুলিশে। ইতিমধ্যেই মহিলার দেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার স্বামীর দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁর স্ত্রীকে। এক পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ওই ব্যক্তি বলেন, “দরজার ল্যাচ থেকে এভাবে ঝুলে কারোর পক্ষে আত্মহত্যা করা অসম্ভব। কোনওভাবেই ও আত্মহত্যা করেনি।”

তিনি জানান, তিন মাস আগে তাঁদের মধ্যে তুমুল বচসা হয়েছিল। সেই সময় স্ত্রী পুলিশে ফোন করেছিলেন। ঝামেলা মেটাতে এক পুলিশ কন্সটেবল এসেছিলেন। ওই কন্সটেবল তাঁর স্ত্রীর ফোন নম্বর নিয়েছিলেন। এরপরে তাঁদের মধ্যে প্রায়সময়ই ফোনে কথা হত। এমনকী, পুলিশ কন্সটেবল বাড়িতেও আসতেন।

মৃতার স্বামী বলেন, “আজ সকাল ৯টায় আমি বাড়ি থেকে বেরোই। দুপুরে আমি যখন বাড়িতে ফিরি, তখন ঘরের ভিতরে দরজার ল্যাচে ওঁর ঝুলন্ত দেহ দেখি। আমার স্ত্রী আত্মহত্যা করেনি, ওই কন্সটেবলই খুন করেছে।”

এই বিষয়ে সার্কেল অফিসার মনোজ কুমার মিশ্র বলেন, “এটা আত্মহত্যা না খুন, তা ময়নাতদন্তের পরই জানা যাবে। যদি কেউ অভিযুক্ত হয়, তবে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।”

Next Article
PM Manmohan Singh: মনমোহনের তিন কন্যা কী করেন জানেন?
Pranab Mukherjee’s Daughter Slams Congress: ‘বাবার মৃত্যুর পর কংগ্রেস তো শোকসভাও ডাকেনি’, রাহুলদের ‘মুখোশ’ খুললেন প্রণব-কন্যা