Pregnancy in Jail: রাজ্যের জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা? রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে

Feb 15, 2024 | 11:23 AM

Pregnancy in Jail: আইনজীবী তাপস ভঞ্জ কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা। বিভিন্ন জেলে ১৯৬ জন শিশুর জন্ম হয়েছে। অবিলম্বে পুরুষের প্রবেশ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন তিনি। এরপরই সুপ্রিম কোর্ট পদক্ষেপ করে।

Pregnancy in Jail: রাজ্যের জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা? রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: বেশিরভাগ ক্ষেত্রে মহিলা বন্দিরা অন্তঃসত্ত্বা হয়েছেন জেলের বাইরে থাকাকালীন। পশ্চিমবঙ্গের জেল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন আইনজীবী। অভিযোগ উঠেছিল, এ রাজ্যের একাধিক জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা। জেলে যাতে পুরুষের প্রবেশ বন্ধ করা হয়, সেই দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্ট ওই ইস্যুতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে। সেই মামলাতেই বুধবার রিপোর্ট পেশ করা হয়েছে। মামলায় অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধব আইনজীবী হিসেবে রয়েছেন গৌরব আগরওয়াল। তিনি জানিয়েছেন, যাঁরা সন্তান প্রসব করেছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মহিলা জেলের বাইরেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

আইনজীবী গৌরব আগরওয়াল আদালতে আরও জানিয়েছেন, অনেক মহিলা প্যারোলে বাড়ি ফিরেছিলেন, তারপর অন্তঃসত্ত্বা অবস্থায় জেলে ফিরেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের জেলের এডিজি ও আইজি জানিয়েছেন, গত চার বছরে রাজ্যের জেলে ৬২ জন সন্তানের জন্ম হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে জেল সংক্রান্ত একটি মামলায় উঠে আসে বিস্ফোরক অভিযোগ। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চলছে মামলার শুনানি।

কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন আইনজীবী গৌরব আগরওয়াল।

১. মহিলা রয়েছেন এমন জেলে নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা খতিয়ে দেখতে হবে জেলার বিচার বিভাগীয় মহিলা আধিকারিককে, সঙ্গে থাকতে হবে জেলা সর্বোচ্চ পদমর্যাদার মহিলা পুলিশ অফিসারকে।

২. জেলে মহিলাদের দেখাশোনা করার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

৩. মহিলাদের জেলে স্বাস্থ্য ব্যবস্থা তথা পরিকাঠামো আরও উন্নত করতে হবে। পাশাপাশি, জেলে যে সব শিশু রয়েছে, তাদের দেখভাল করার কথাও বলা হয়েছে।

হাইকোর্টে কী অভিযোগ উঠেছিল?

জেল সংক্রান্ত মামলায় অ্যামিকাস কিউরি আইনজীবী তাপস ভঞ্জ অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা। বিভিন্ন জেলে ১৯৬ জন শিশুর জন্ম হয়েছে। অবিলম্বে পুরুষের প্রবেশ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন তিনি।

Next Article