Women Reservation Bill: ইতিহাস থেকে দুই পা দূরে, লোকসভার পর আজ রাজ্যসভায় পেশ হবে মহিলা সংরক্ষণ বিল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 21, 2023 | 9:16 AM

Parliament Special Session: বুধবারই লোকসভায় পাশ হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ জন সাংসদ এই বিলের সপক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন। লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই টুইট করে  সকল সাংসদদের সমর্থন জানানোর জন্য ধন্য়বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Women Reservation Bill: ইতিহাস থেকে দুই পা দূরে, লোকসভার পর আজ রাজ্যসভায় পেশ হবে মহিলা সংরক্ষণ বিল
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আর মাত্র দুটি ধাপ বাকি। বুধবার লোকসভায় প্রায় সর্বসম্মতিতেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। এবার পালা রাজ্যসভার। আজ, বৃহস্পতিবার লিটমাস টেস্ট হবে রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষেও এই বিল পাশ হয়ে গেলে, বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল।

সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে, আজ রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে এবং এই বিল নিয়ে আলোচনা করা হবে। জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে ১৪ জন মহিলা সাংসদ এই বিল নিয়ে আলোচনা করবেন। বিজেপির প্রথম বক্তা হবেন জেপি নাড্ডা। এরপর একে একে মহিলা সাংসদরা বিল নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামও রয়েছে বক্তার তালিকায়।

বুধবারই লোকসভায় পাশ হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ জন সাংসদ এই বিলের সপক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন। লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই টুইট করে  সকল সাংসদদের সমর্থন জানানোর জন্য ধন্য়বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “আমি সমস্ত দলের সাংসদদের ধন্যবাদ জানাচ্ছি এই বিলে সমর্থন জানানোর জন্য। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি ঐতিহাসিক বিল যা মহিলা ক্ষমতায়নকে আরও শক্তি জোগাবে এবং মহিলাদের রাজনীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও বাড়াবে।”

কী বলা হয়েছে এই বিলে?

এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে রাজ্য়সভা ও আইন পরিষদে এই আসন সংরক্ষণের নিয়ম কার্যকর হবে না। গতকালই লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের পর জনসুমারি ও বিধানসভাগুলির পুনর্বিন্যাস করা হবে। এরপরে এই আইন কার্যকর হবে। ২০২৭ সালের আগে জনসুমারি হবে না ফলে ২০২৯ সালের আগে এই আইন কার্যকর হবে না বলেই অনুমান।

Next Article