Delhi Air Pollution: ‘বাড়ি থেকে কাজ করুন’, বায়ুদূষণের মাত্রা খারাপ হতেই দিল্লিবাসীদের পরামর্শ সরকারের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 31, 2022 | 11:44 AM

Delhi Air Pollution: দিল্লিতে ফের বায়ুর গুণগত মান খারাপ হয়েছে। তাই সবাইকে বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লিতে।

Delhi Air Pollution: বাড়ি থেকে কাজ করুন, বায়ুদূষণের মাত্রা খারাপ হতেই দিল্লিবাসীদের পরামর্শ সরকারের
ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি: শহর জুড়ে এখন শীতের মরশুম। কুয়াশায় ঢেকেছে রাজধানী। দৃশ্যমানতা নেমে এসেছে। শ্বাসজনিত সমস্যাও দেখা দিচ্ছে। দূষণের কারণে কখনও কখনও পরতে হচ্ছে মাস্কও। আর শীত তো সেখানে হাড় কাঁপানো। আর এই শীতের হাত ধরেই দিল্লিতে (Delhi) ফের একবার বাতাসের গুণমান কমেছে। তা খুব খারাপে নেমে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এই আবহে দিল্লির বাসিন্দাদের ঘরেই থেকে কাজ (Work From Home) করার  পরমার্শ দেওয়া হয়েছে। কোথাও যাওয়ার থাকলে কার পুলেই যাতায়াত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির আবহাওয়া ও বায়ুদূষণের কারণে সাব কমিটি গতকাল একটি বৈঠক করে। বৈঠকের পর এই সাব কমিটি জানিয়েছে শান্ত বাতাস ও স্থিতিশীল বায়ুমন্ডলীয় অবস্থার জন্য বাতাসের গুণমান সূচক (Air Quality Index) ‘গুরুতর’ পর্যায়ে নেমে আসতে পারে। গতকাল বাতাসের গুণমান ছিল ৩৯৯। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা ‘খারাপ’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা ‘খুব খারাপ’। এবং ৪০১ থেকে ৫০০ এর মধ্যে হলে তা ‘গুরুতর’। বাতাসের এই গুণমানের কথা মাথায় রেখেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে রাজধানীতে।

দিল্লিতে তে দূষণ নিয়ন্ত্রণে দূষণ-বিরোধী পরিকল্পনার তৃতীয় ধাপের কার্যকর করা হয়েছে। এই পরিকল্পনার অধীনে,গ্রেডেড রেসপন্স অ্য়াকশন প্ল্যান (GRAP)-র সাব কমিটি দিল্লি-এনসিআর এর কর্তৃপক্ষকে অ-প্রয়োজনীয় নির্মাণ ধ্বংসের কাজ আপাতত ধ্বংসের কাজ বন্ধ করার জন্য নির্দেশিকা জারি হয়েছে। আগামীকাল অবধি দিল্লির বায়ুর গুণগত মান ‘গুরুতর’ থাকবে বলে মনে করা হচ্ছে। এর জন্য দিল্লিবাসীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও যাওয়ার হলে কারপুল ব্যবহারের কথা বলা হয়েছে। চার চাকাগুলি BS-III পেট্রোল এবং BS-IV ডিজেল ব্যবহার করতে পারবে কি না সেই বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে দিল্লি সরকার।

Next Article