AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, উঠল ‘মোদী-মোদী’ স্লোগান

Modi Slogan: ফাইনাল ম্যাচ শুরুর বেশ খানিক পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসেন। বলা যায়, টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসেন। তবে তখনও প্রধানমন্ত্রীকে চাক্ষুষ দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ক্রিকেটপ্রেমীদের অধিকাংশই। 'মোদী-মোদী' চিৎকার করে ওঠেন তাঁরা।

World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, উঠল 'মোদী-মোদী' স্লোগান
বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আসরে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত জনতা।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 9:29 PM
Share

আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার আয়োজিত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। আর সেই খেলা দেখতে দেশ-বিদেশের অন্যান্য অতিথির সঙ্গে স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। প্রধানমন্ত্রীকে দেখে উঠল মোদী-মোদী স্লোগান।

দেশের পাশাপাশি বিদেশেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। এদিন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন লক্ষাধিক মানুষ। সেই স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী স্বয়ং হাজির হওয়ায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল হয়ে পড়েন মোদী-অনুরাগীরা। সেই মুহূর্তের ভিডিয়ো ক্যামেরাবন্দিও হয়েছে।

যদিও ফাইনাল ম্যাচ শুরুর বেশ খানিক পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসেন। বলা যায়, টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসেন। তবে তখনও প্রধানমন্ত্রীকে চাক্ষুষ দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ক্রিকেটপ্রেমীদের অধিকাংশই। ‘মোদী-মোদী’ চিৎকার করে ওঠেন তাঁরা। শুধু তখনই নয়, পরে যতবার প্রধানমন্ত্রীর দিকে স্টেডিয়ামের ক্যামেরা ফোকাস করেছে, তখনই ‘মোদী-মোদী’ কলরবে গমগম করে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের ময়দান।

বিশ্বকাপ ফাইনালের ময়দানে এভাবে প্রধানমন্ত্রীকে দেখে ‘মোদী-মোদী’ স্লোগান দেওয়ার মধ্যে যে কোনও রাজনীতি নেই, তা বলা বাহুল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে কতটা, তা এই ঘটনাতেই একপ্রকার স্পষ্ট।