AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nursing Students Scholarship: মিলবে ১ কোটি টাকা! বিদেশে নার্সিং পড়বে ‘প্রান্তিক’ ঘরের মেয়েরাও

Nursing Students Scholarship: বিশ্ব মালায়লি কাউন্সিল এমন একটি সংগঠন যা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালায়লি মানুষদের এক ছাতার তলায় নিয়ে আসে। তাদের সংস্কৃতি সংরক্ষণ করে থাকে। দিন শেষে বিশ্বজুড়ে মালায়লিদের যোগাযোগকেও সমৃদ্ধ করে।

Nursing Students Scholarship: মিলবে ১ কোটি টাকা! বিদেশে নার্সিং পড়বে 'প্রান্তিক' ঘরের মেয়েরাও
| Updated on: Jul 28, 2025 | 5:45 PM
Share

কেরল: বিদেশে নার্সিং পড়তে যাওয়ার স্বপ্ন দেখেন? কিন্তু বিরাট অঙ্কের অর্থের অভাব, সেই পথে পা ফেলতে বাধা দেয়? আর সেটাই হয়তো স্বাভাবিক। তবে এবার সেই বাধা থেকে পড়ুয়াদের মুক্তির পথ খুলে দিয়েছে বিশ্ব মালায়ালি কাউন্সিল।

ব্যাঙ্ককে তাদের আয়োজিত একটি দ্বিবার্ষিকী সম্মেলন থেকে এই কাউন্সিলের প্রেসিডেন্ট বাবু স্টিফেন জানিয়েছেন, এবার থেকে বিদেশে নার্সিং পড়তে যাওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের ১ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তি প্রদান করবে তারা। তিনি আরও জানিয়েছেন, কেরলের ১৪টি জেলার প্রথম ১০০ জন তরুণীই এই স্কলারশিপের সুবিধা পাবেন। কিন্তু শুধুমাত্র কেরলই কেন? ওয়াকিবহাল মহলের দাবি, এক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন দেশে সবচেয়ে বেশি নার্সিং পড়াশোনার চল রয়েছে ওই রাজ্যেই।

ওই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দিনেশ নায়ার বলেন, বিশ্ব মালায়লি কাউন্সিল এমন একটি সংগঠন যা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালায়লি মানুষদের এক ছাতার তলায় নিয়ে আসে। তাদের সংস্কৃতি সংরক্ষণ করে থাকে। দিন শেষে বিশ্বজুড়ে মালায়লিদের যোগাযোগকেও সমৃদ্ধ করে।

উল্লেখ্য, রবিবার ভালয় ভালয় মিটেছে এই অনুষ্ঠান। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ থেকেই ৫৬৫ জনেরও বেশি মালায়লিরা হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন বামেদের রাজ্যসভার একমাত্র সাংসদ জন ব্রিট্টাসওও। এছাড়াও এসেছিলেন প্রাক্তন সাংসদ কে মুরলিধরন, বিধায়ক সনিশ কুমার, অভিনেত্রী সোনা নায়ার এবং কবি মুরুগান কাট্টাক্কাডা। এই সম্মেলনেই কাউন্সিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন বাবু স্টিফেন।