নয়া দিল্লি: ২০২৪ সালটা শুরুই হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র জল্পনার মধ্য দিয়ে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো চলছিলই। ২০২৩-এর শেষে শুরু হয়েছিল হামাস বনাম ইজরায়েলের যুদ্ধ। আর একে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে মধ্য প্রাচ্যে। এদিকে, তাইওয়ান নিয়ে আগ্রাসন বাড়াচ্ছে চিন। কোরিয়া উপদ্বীপের অবস্থাও তথৈবচ। রোজ হুমকির ঝাঁঝ বাড়াচ্ছেন কিম জং উন। তাহলে কি দিগন্তে দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বের স্মৃতিতে এমন এক ভয়ানক ছাপ রেখে গিয়েছে, যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভাবনাতেই ছ্যাঁত করেলউঠতে পারে বুকের ভিতর। কিন্তু তাও, সেই নস্ট্রাডামুসের আমল থেকে যুগে যুগে জ্যোতিষীরা বলেছেন, আরেকটি বিশ্ব-স্তরের সংঘাত অবশ্যম্ভাবী। আর এবার একেবরে দিনক্ষণও বলে দিলেন এক ভারতীয় জ্যোতিষী।
নিজেকে বৈদিক জ্যোতিষী বলে দাবি করেন কুশল কুমার। গ্রহ-নক্ষত্রের চার্ট দেখে ভবিষ্যদ্বাণী করে থাকেন তিনি। তাঁর ভক্তরা বলে, তিনি ‘নয়া নস্ট্রাডামুস’। এহেন কুশল কুমারের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ‘মিডিয়াম’ নামের একটি ওয়েবসাইটে লেখা একটি নিবন্ধে তিনি বলেছেন, “বিশ্বে ব্যাপী হটস্পটগুলিতে যুদ্ধের পরিস্থিতির বিচারে ২০২৪ সাল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে ৮ মে থেকে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠতে শুরু করেছে। কোরিয়া, চিন-তাইওয়ান, ইজরাইলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইউক্রেন-রাশিয়া, ন্যাটো তো আছেই।”
কিন্তু, কবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? কুশল কুমার বলেছেন, “গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, ২০২৪ সালের ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। তবে ১০ এবং ২৯ জুনও শুরু হতে পারে।” কুশল কুমারের দাবি অযৌক্তিক মনে হতে পারে। যুক্তিবাদীরা তাঁর কথা মানতে নাই পারেন। কিন্তু, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি যে গত কয়েকদিনে আরও অনেকটা এগিয়েছে, তা কি তারা অস্বীকার করতে পারবেন?
মাত্র কয়েকদিন আগেই ব্রিটেন সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, কী কী জিনিস ব্রিটিশদের মজুত করতে হবে, তা জানানো হয়েছে সেই ওয়েবসাইটে। এদিকে, গত মঙ্গলবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই চিং তে। চিন বিরোধী লাই দায়িত্ব নেওয়ার পরই তাইওয়ানকে তিন দিক থেকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে চিন। রবিবার, আরও একবার আঁচ উসকে উঠেছে ইজরায়েল-হামাস যুদ্ধের। তেল আবিব লক্ষ্য করে রকেট বৃষ্টি করেছিল হামাস। পাল্টা ইজরায়েলি এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ৩৫ গাজাবাসীর। আর আজ, সোমবারই (২৭ মে) উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রেক্ষিতে আধঘণ্টার জন্য সতর্কতা জারি করা হয়েছিল জাপানে। কাজেই, কুশল কুমারের দাবি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। ১৮ জুন আসতে কিন্তু আর তিন সপ্তাহ বাকি।