নয়া দিল্লি: ফের একবার #MeToo আন্দোলন। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পথে নেমেছেন দেশের পদকজয়ী কুস্তিগীররা। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের (Brij Bhushan Saran Singh) বিরুদ্ধে আনা হয়েছে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ। কেন্দ্রের তৈরি করে দেওয়া কমিটি থেকে অভিযোগের সুবিচার না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কুস্তিগীররা। আজ সেই মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
চলতি বছরের জানুয়ারি মাসেই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দেশের হয়ে পদকজয়ী এক কুস্তিগীর। তিনি অভিযোগ করেছিলেন, প্রশিক্ষণের নামে মহিলা কুস্তিগীর, বিশেষ করে নবাগতদের যৌন হেনস্থা করেন ব্রীজভূষণ। এই অভিযোগ ওঠার পরই একে একে বাকি কুস্তিগীররাও মুখ খোলেন। দিল্লির জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কুস্তিগীরদের বিক্ষোভের জেরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করে দেওয়া হয়।
এপ্রিল মাসের শুরুতেই কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়া হয় কেন্দ্রের কাছে। তবে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আনা হয়নি। এদিকে, কমিটির তরফে সুবিচার করা হচ্ছে না, এই অভিযোগে ও ব্রীজভূষণের শাস্তির দাবিতে কুস্তিগীররা ফের একবার জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেন। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রীজভূষণ সরণ সিংয়ের শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান।
মামলা দায়ের হওয়ার পরই শীর্ষ আদালতের তরফে দিল্লি পুলিশকে নোটিস পাঠানো হয়। কুস্তিগীররা পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার যে অভিযোগ এনেছিলেন, তার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে বলা হয়, “আন্তর্জাতিক মঞ্চে যারা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সেই সকল কুস্তিগীরদের তরফে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। এটি অত্য়ন্ত গুরুতর একটি বিষয়। এই বিষয়ে আদালতের বিবেচনার প্রয়োজন।”
যে সমস্ত কুস্তিগীররা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মধ্যে রয়েছে সাক্ষী মালিক, বীনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো পদকজয়ীরা।তারা সকলেই ব্রীজভূষণ সিংয়ের শাস্তির দাবি করেছেন। অন্যদিকে, ফেডারেশনের প্রধান ব্রীজভূষণের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বৃহস্পতিবারই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তিনি বলেন, অত্যন্ত অসহায় অনুভব করছেন, মৃত্যুবরণ করতে চান।