নয়া দিল্লি: বুধবারই, দিল্লি শহরের রাস্তায় বইতে শুরু করেছিল যমুনার জল। বন্যার জল পৌঁছে গিয়েছিল রিং রোড পর্যন্ত। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাসভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গেল বন্যা। যমুনা নদী ফুলে ফেঁপে উঠে পৌঁছে গিয়েছে দিল্লির সিভিল লাইনস আবাসিক এলাকার মাত্র ৩৫০ মিটারের মধ্যে। এই সিভিল লাইনস এলাকাতেই থাকেন কেজরীবাল এবং অন্যান্য শীর্ষ সরকারী কর্মকর্তারা। এর থেকেই রাজধানীর করুণ চিত্রটা স্পষ্ট হয় উঠেছে। পুরোপুরি ভেঙে পড়েছে স্বাভাবিক জনজীবন। বুধবার ৪৫ বছরের রেকর্ড ভেঙে ২০৭ মিটারের উচ্চতার সীমা লঙ্ঘন করে গিয়েছিল যমুনা। বৃহস্পতিবার সকালে, তা ছাপিয়ে গিয়েছে ২০৮ মিটারের মাত্রাও। ফলে, রবিবার পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কম গুরুত্বের সরকারি অফিসগুলি রবিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তুমুল তৎপরতা দেখা গিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে।
#WATCH | Civil Lines area of Delhi flooded, latest visuals from the area.
Several areas of the city are reeling under flood and water-logging as the water level of river Yamuna continues to rise following heavy rainfall and the release of water from Hathnikund Barrage. pic.twitter.com/UecZsfIBwb
— ANI (@ANI) July 13, 2023
এদিন দিল্লির বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বন্যা মোকাবিলার বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তারপরই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে যথা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকের পর কেজরীবাল বলেছেন, “ডিডিএমএ-র কর্তাদের সঙ্গে আমরা একটা মিটিং করেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কিত অফিসগুলি বাকি সব সরকারি অফিসে বাড়ি থেকে কাজ করা হবে। বেসরকারি অফিসগুলিকেও বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
#WATCH | Delhi CM Arvind Kejriwal speaks on the flood situation in the city, in the wake of rise in water level of River Yamuna.
He says, “…I would like to request people to not step out if it is not essential and resort to Work From Home. We have closed the schools in… pic.twitter.com/GjAWLeSODs
— ANI (@ANI) July 13, 2023
এদিকে, বন্যার জলে যখন চারিদিক থৈ থৈ করছে, তার মধ্যেই দিল্লি বৃহস্পতি থেকেই পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। পানীয় জলের সরবরাহ এদিনই প্রায় এক চতুর্থাংশ কমে গিয়েছে। আসলে যমুনার জলে প্লাবিত দিল্লির তিনটি ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’। কেজরীবাল বলেছেন, “পানীয় জলের রেশনিং করতে হবে। কারণ, ৩টি জল শোধনাগার বন্ধ রয়েছে। দু-এক দিনের জন্য জল সংকট দেখা দেবে দিল্লিতে। যমুনার জল নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেগুলি চালু করার চেষ্টা করব।” তিনি তিনটি জল শোধনাগার সম্পর্কে বলেছিলেন।
#WATCH | A Police van stuck in flood-water near Kashmere Gate area in Delhi. pic.twitter.com/fqtDCNFcTQ
— ANI (@ANI) July 13, 2023
২ কোটি জনসংখ্যার শহরে নীচু এলাকার শয়ে শয়ে বাসিন্দা এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কেজরীবাল জানিয়েছেন, ইতিমধ্যেই, বন্যাকবলিত এলাকাগুলি থেকে সকল বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, “মানুষের প্রাণ বাঁচানোই সবথেকে গুরুত্বপূর্ণ। এই জরুরি পরিস্থিতিতে আমি দিল্লির সকল মানুষকে সম্ভাব্য সকল উপায়ে একে অপরকে সহযোগিতা করার আবেদন করছি।” তিনি আরও জানিয়েছেন, ত্রাণ শিবিরগুলিতে শৌচাগার এবং স্নানের জায়গার সমস্যা ছিল। তাই, শিবিরগুলি বিভিন্ন স্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া, অত্যাবশ্যক পরিষেবা সরবরাহকারী ছাড়া কোনও ভারি যানবাহন দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।