AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Rules: ট্রেনেই তুলে নিন আপনার পোষ্যকে, কী নিয়ম আছে জানুন

Railway Rules: ট্রেন নম্বর, যাত্রা শুরু এবং শেষের বিবরণ এতে নথিভুক্ত করা হবে। এর পর গার্ডের কাছে গিয়ে স্লিপ দেখান। গার্ডের কোচে রয়েছে খাঁচার মতো বাক্স। পোষা প্রাণীকে এই বাক্সে বন্দি করে নিয়ে যেতে হবে। আপনার নিজের সিটে বসেই ভ্রমণ করতে পারবেন।

Railway Rules: ট্রেনেই তুলে নিন আপনার পোষ্যকে, কী নিয়ম আছে জানুন
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Feb 23, 2024 | 6:47 AM
Share

নয়া দিল্লি: পোষ্যকে বাড়িতে রেখে কোথাও যাওয়াটা বেশ কষ্টের। আপনজনদের না দেখতে পেলে পোষ্যও ছটফট করে। কিন্তু সব জায়গায় তো পোষ্যকে নিয়ে ভ্রমণ করা যায় না। ট্রেনে পোষ্য বহন করার কিছু নিয়ম রয়েছে। ট্রেনে ভ্রমণের জন্য, একজন যাত্রী সাধারণত তার সুবিধামতো স্লিপার ক্লাসের টিকিট বুক করে বা এসি কামরার টিকিট বুক করে। যাত্রীদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, কেউ যদি তার পোষ্য প্রাণীকে নিয়ে ট্রেনে উঠতে চায় তাহলে কীভাবে নেবে? লাগেজ কি কোচে রেখে দিতে হবে না কি সঙ্গে নিয়ে যাওয়া যাবে? এ বিষয়ে রেলের নিয়ম কী?

উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, যদি কেউ ট্রেনে পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে চান, তবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেই ট্রেনের কনফার্ম টিকিট থাকতে হবে। ট্রেন ছাড়ার আগে পৌঁছতে হবে স্টেশনে। সফর শুরু করার আগে পোষ্য প্রাণী নিতে পার্সেল অফিসে যেতে হবে। ট্রেনে পশু পরিবহনের জন্য একটি স্লিপ কাটতে হবে। ট্রেন নম্বর, যাত্রা শুরু এবং শেষের বিবরণ এতে নথিভুক্ত করা হবে। এর পর গার্ডের কাছে গিয়ে স্লিপ দেখান। গার্ডের কোচে রয়েছে খাঁচার মতো বাক্স। পোষা প্রাণীকে এই বাক্সে বন্দি করে নিয়ে যেতে হবে। আপনার নিজের সিটে বসেই ভ্রমণ করতে পারবেন।

আপনার সঙ্গে পোষ্য নেওয়ার দুটি উপায় রয়েছে। প্রথমে আপনাকে একটি কমফার্ম ফার্স্টক্লাস এসি কামরার টিকিট বুক করতে হবে। এরপরে, পোষা প্রাণির স্লিপটি কেটে ফেলতে হবে এবং এটি কোচে নিয়ে যাওয়া যেতে পারে। তবে আপনার আশপাশের যাত্রীদের কোনও আপত্তি থাকলে চলবে না। আর একটি উপায় হল, ফার্স্টক্লাস এসিতে দুটি বার্থের একটি কুপ বুক করতে পারেন। এরপরে এটি কুপে নেওয়া যেতে পারে। এটি মনে রাখতে হবে যে আপনাকে পার্সেল অফিস থেকে পোষা প্রাণীর জন্য একটি স্লিপ পেতে হবে।