Hyderabad News: রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়ে অতিরিক্ত রায়তা চেয়েছিলেন, মর্মান্তিক পরিণতি যুবকের

Hyderabad: বন্ধুদের সঙ্গে নামী রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়ে অতিরিক্ত রায়তা চেয়েছিলেন তিনি। আর তার জেরেই মর্মান্তিক পরিণতি ঘটল যুবকের। রেস্টুরেন্টেই মৃত্যু হল তাঁর। এমনই ঘটনার সাক্ষী হয়েছে হায়দরাবাদের (Hyderabad) বিরিয়ানির একটি জনপ্রিয় রেস্টুরেন্ট।

Hyderabad News: রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়ে অতিরিক্ত রায়তা চেয়েছিলেন, মর্মান্তিক পরিণতি যুবকের
বিরিয়ানি খেতে গিয়ে মৃত্যু যুবকের।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 6:12 PM

হায়দরাবাদ: বন্ধুদের সঙ্গে নামী রেস্তোরাঁয় বিরিয়ানি (Birityani) খেতে গিয়েছিলেন। বিরিয়ানির সঙ্গে অতিরিক্ত রায়তা চেয়েছিলেন তিনি। আর তার জেরেই মর্মান্তিক পরিণতি ঘটল যুবকের। রেস্টুরেন্টেই মৃত্যু হল তাঁর। রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে মারপিটের জেরেই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এমনই ঘটনার সাক্ষী হয়েছে হায়দরাবাদের (Hyderabad) বিরিয়ানির একটি জনপ্রিয় রেস্টুরেন্ট।

পুলিশ জানায়, মৃত যুবকের নাম লিয়াকত (৩২)। হায়দরাদের বাসিন্দা লিয়াকত রবিবার রাতে বন্ধুদের সঙ্গে পাঞ্জাগুট্টা এলাকায় এক জনপ্রিয় বিরিয়ানির রেস্টুরেন্টের গিয়েছিলেন। বিরিয়ানির সঙ্গে অতিরিক্ত রায়তা চাওয়ার জন্য রেস্টুরেন্টের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ওই রেস্টুরেন্টেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিয়াকত ও তাঁর বন্ধুরা রবিবার রাত ১১টা নাগাদ পাঞ্জাগুট্টা এলাকায় এক জনপ্রিয় রেস্টুরেন্টে খেতে যান। তাঁরা বিরিয়ানি, রায়তা ও একটি সাইড ডিশের অর্ডার দিয়েছিলেন। তারপর খাওয়ার মাঝে অতিরিক্ত রায়তা চান লিয়াকত। যা নিয়ে রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে লিয়াকতের বচসা বাধে। মুহূর্তের মধ্যেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। রেস্টুরেন্টের সকল কর্মী মিলে লিয়াকতকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকি রেস্টুরেন্টের ম্যানেজারও লিয়াকতকে মারধর করেন বলে অভিযোগ।

রাত দুপুরে রেস্টুরেন্টে মারপিটের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তারপর পুলিশ লিয়াকতকে উদ্ধার করে। তখন তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল এবং বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। পুলিশকে একথা জানানোর সঙ্গে-সঙ্গেই মেঝেতে লুটিয়ে পড়েন লিয়াকত। তারপর পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকের অনুমান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।