AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

YouTuber Dhruv Rathee: ধ্রুব রাঠির ছেলে ভূমিষ্ঠ হয়েই বলছে, ‘নমস্কার দোস্তো’!!!

YouTuber Dhruv Rathee: আদতে হরিয়ানার বাসিন্দা ধ্রুব রাঠি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানি পাড়ি দেন। সেখানে ২০১৪ সালে জুলির সঙ্গে দেখা। ধ্রুব রাঠি তখন উনিশ বছরের যুবক। তারপর প্রেম। সাতবছর পর ২০২১ সালের শেষ দিকে অস্ট্রিয়ায় তাঁরা বিয়ে করেন।

YouTuber Dhruv Rathee: ধ্রুব রাঠির ছেলে ভূমিষ্ঠ হয়েই বলছে, 'নমস্কার দোস্তো'!!!
সদ্যোজাতকে কোলে নিয়ে ধ্রুব রাঠি, ফোটো সৌজন্য- ধ্রুব রাঠির ইনস্টাগ্রাম
| Updated on: Sep 22, 2024 | 5:42 PM
Share

নয়াদিল্লি: বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী জুলি এলবিআর। ইনস্টাগ্রামে সদ্যোজাতর সঙ্গে ছবি শেয়ার করেছেন ধ্রুব রাঠি। এক্স হ্যান্ডলেও তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই।’ অভিনেত্রী দিয়া মির্জা ও রিচা চাড্ডা ধ্রুব রাঠি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জুলি এলবিআর। ধ্রুব রাঠি সেখবর জানানোর পরই অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করেছেন। ধ্রুব রাঠি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘ছোটো ধ্রুব রাঠি’। একজন আবার মজা করে লিখেছেন, “ধ্রুব শিশুকে বলছেন, বলো পাপা। জুলি বলছেন, বলো মাম্মা। তখন শিশুর উত্তর, নমস্কার দোস্তো।” আসলে ধ্রুব রাঠি তাঁর প্রত্যেক ভিডিয়োয় নমস্কার দোস্তো বলেই দর্শকদের সম্বোধন করেন। সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে ভিডিয়ো করেন তিনি। সেখানে যেমন রাজনৈতিক ইস্যু রয়েছে। তেমনই সামাজিক বিষয়ও থাকে।

View this post on Instagram

A post shared by Dhruv Rathee (@dhruvrathee)

ধ্রুব রাঠির পোস্টে মজার কমেন্ট

আদতে হরিয়ানার বাসিন্দা ধ্রুব রাঠি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানি পাড়ি দেন। সেখানে ২০১৪ সালে জুলির সঙ্গে দেখা। ধ্রুব রাঠি তখন উনিশ বছরের যুবক। তারপর প্রেম। সাতবছর পর ২০২১ সালের শেষ দিকে অস্ট্রিয়ায় তাঁরা বিয়ে করেন। গত জুলাই মাসে ধ্রুব রাঠি জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।